৩ মে, ২০২৪
বিনোদন

মাদক পাচারের সঙ্গে যুক্ত শাহরুখপুত্র আরিয়ান, নিয়ে যাওয়া হল আর্থার রোড জেলে

আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট খুঁজে আর কি কি তথ্য পেল এনসিবি?
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৩:২২

নিষিদ্ধ মাদকদ্রব্য কিনে অন্যকে বিক্রি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন শাহরুখপুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার মুম্বাইয়ের এনসিবি মুম্বাইয়ের আদালতে এমনই একটি দাবি জানিয়েছে বলে খবর। বৃহস্পতিবার দুপুর বেলা আবার আরিয়ানের জামিনের শুনানি হবে বলে জানা যাচ্ছে। এনসিবি যুক্তি দিচ্ছে, শাহরুখ খানের পুত্রের হোয়াটসঅ্যাপ চেক করে জানা যাচ্ছে, তিনি নাকি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখতেন। তার সঙ্গেই তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এর কাছ থেকে মাঝেমধ্যেই আরিয়ান নাকি মাদক কিনতেন বলে জানাচ্ছে মুম্বাই এনসিবি।

যদিও আরিয়ানের আইনজীবী বুধবার বলেছেন, "আরিয়ান সেই প্রমোদতরীতে উপস্থিত নাকি ছিলেন না। তার কাছে মাদক কেনার জন্য নগদ কোনো টাকা ছিল না।" তবে শাহরুখ খান পুত্র আরিয়ান খান কে বর্তমানে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই জেলের একটি সাধারন কুঠুরিতে আরিয়ানের বাসস্থান হবে। করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেই আরিয়ানকে ওই জেলে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আর্থার রোড জেলার সুপারিনটেনডেন্ট নিতিন ওয়েচল বলেছেন, " আরিয়ান খান এবং অন্য পাঁচজন আসামিকে আর্থার রোড জেলের একটি কুঠুরিতে স্থানান্তরিত করা হয়েছে।"

অন্যদিকে বুধবার মুম্বাইয়ের এনসিবির তরফ থেকে আরিয়ান খান এর বিরুদ্ধে একটি উত্তর জমা দেওয়া হয়েছে একটি বিশেষ আদালতে। সেই উত্তরে এনসিবি জানিয়েছে, আরিয়ান খান সম্পূর্ণরূপে এই মাদকচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসে মুম্বাইয়ের এনসিবি গোয়ার একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করে আরিয়ান খান এবং তার আরও কয়েকজন সঙ্গীসাথী কে। তাদের সাথে নিষিদ্ধ ড্রাগ মিলেছিল বলে এনসিবি সূত্রের খবর। এ ড্রাগ রিপোর্ট আসার পরেই মুম্বাই এনসিবির তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় এবং আরিয়ান খান এর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। ইতিমধ্যেই আরিয়ান খান এনসিবি হেফাজতে ১২ দিন কাটিয়ে ফেলেছেন এবং জেলে রয়েছেন ৭ দিন। আজকে যদি আবার আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়, তাহলে তাকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত জেলে থাকতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩০ এপ্রিল

গত ২৩ এপ্রিল মুক্তি পেয়েছে স্নিগ্ধজিতের কণ্ঠে 'মাস্ত মালাং হোকে ঝুম রে'

Snigdhajit 1
৩০ এপ্রিল

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রুতি দাস অভিনীত প্রথম ছবি 'আমার বস'

shruti rakhi
২৮ এপ্রিল

আশা অডিওর ইউটিউব চ্যানেলে শুনুন, গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের গান "একলা বৈশাখে"

Mukul song
২৬ এপ্রিল

রেশ কাটছে না 'মির্জা'র! দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল প্রেক্ষাগৃহ

Ankush Hazra Oindrila Sen
২৬ এপ্রিল

মূল চরিত্রে দেখা যাবে প্রতীক সেন এবং রত্নপ্রিয়া দাসকে

Trp list 20th Jan
২১ এপ্রিল

আইনি জটিলতা কাটিয়ে পুরনো বাড়িতেই ফিরছেন জোনাস-দম্পতি

Nick Priyanka new
২০ এপ্রিল

২৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী অভিনীত 'আলাপ'

Mimi Chakraborty 12
২০ এপ্রিল

এই এপ্রিলে বলিউডের কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়?

Akshay Kumar 2
১৯ এপ্রিল

নিউটাউনের একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিয়ে আসর

Rupanjana Mitra
৫ এপ্রিল

আগত সন্তানের উদ্দেশ্যে কী বললেন ইয়ামি গৌতম?

Yami wedding
৫ এপ্রিল

মুক্তি পেয়েছে 'আলাপ' ছবির প্রথম গান 'আবহাওয়া বলে দেয়'

Mimi white saree new
২৩ মার্চ

আজ শনিবার বেলা বারোটার সময় মরদেহ আনা হবে টেকনিশিয়ানস স্টুডিওতে

Partha Sarathi Deb
২২ মার্চ

জিৎ-রুক্মিণীকে জুটিতে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক

jeet Rukmini