আজই রাজ্যের ৫০৯টি কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু। চলতি বছর থেকেই চালু হচ্ছে চার বছরের স্নাতক। তারই আবেদন প্রক্রিয়া চলবে আজ থেকে। চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। সূত্রের খবর, অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে, যাতে অগস্টের প্রথম দিন থেকেই স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করা যায়।
![dead body](https://pori-prod.cdn.19xu.nl/photo-thumbnails/2021/03/18/photo-uploads/2021/01/21/dead_body.jpg)
তবে কেন্দ্রীয় পোর্টাল নয়, আপাতত ৫০৯টি কলেজ নিজস্ব পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালাবে। বলাবাহুল্য, চলতি বছর মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। এবং এই বছর থেকেই স্নাতক হবে চার বছরের। বলাবাহুল্য, আবেদন থেকে ভর্তি প্রক্রিয়া সবটাই হবে অনলাইনে। পড়ুয়াদের যাবতীয় শংসাপত্রও অনলাইনেই আপলোড করতে হবে।