১৯ মার্চ, ২০২৪
দেশ

সোশ্যালেও এগিয়ে মোদী, ট্যুইটারে ফলোয়ার্স সংখ্যা ৭ কোটি পার

অক্টোবর মাস পর্যন্ত ট্যুইটার, ইউটিউব এবং গুগলের ট্রেন্ডিং তালিকাতেও সবচেয়ে ওপরে ছিলেন নরেন্দ্র মোদী
Narendra Modi new Bengali News
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৩:৩১

সোশ্যালের ট্রেন্ডিংয়ে পা রাখা কিন্তু বেশ কষ্টের। একাধিক পোস্ট কিংবা প্রচুর কন্টেন্ট এমনকি তাতে দরকার আবার প্রচুর লাইক, কমেন্টের বন্যা। তবে এই অসাধ্য সাধন করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, PM)। আপনাদের ভালোবাসা, আপনাদের একটা ফলো কিংবা লাইক, কমেন্টের জেরেই আজ সোশ্যালের দরবারেও রাজ করছেন প্রধানমন্ত্রী। বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়ায় বরাবরই জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বেশ সক্রিয় তাঁর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলি (Social Media)। আর তাই তো সোশ্যাল মিডিয়ায় অনন্য নজির গড়লেন নরেন্দ্র মোদি।

গতকাল প্রধানমন্ত্রীর ট্যুইটারে ফলোয়ার্সের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ কোটি অর্থাৎ ৭০ মিলিয়ন। তাই স্বাভাবিকভাবেই ট্যুইটারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যেই উঠে এল ভারতের প্রধানমন্ত্রীর নাম। সাইবার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরেই জনপ্রিয় নেতাদের তালিকার শীর্ষে উঠে আসেন মোদি।

উল্লেখ্য, এর আগে তালিকার শীর্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ছিল ৮৮.৭ মিলিয়ন, অর্থাৎ ৮ কোটি ৮৭ লক্ষ। সেই সময় দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।ফলোয়ার্স সংখ্যা ছিল ৬৪.৭ মিলিয়ন, অর্থাৎ ৬ কোটি ৪৭ লক্ষ। যা বর্তমানে বেড়ে ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। বলাবাহুল্য, বেশ বেড়েছে মোদীর জনপ্রিয়তা। প্রসঙ্গত, শুধু জনপ্রিয়তা নয়। সক্রিয়তাও একটি বড়ো প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়ায়। দেশের মধ্যে যে কোনও ঘটনাই হোক, কিংবা ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, সব বিষয় নিয়েই ট্যুইট করে থাকেন নরেন্দ্র মোদি।

শুধু ট্যুইটার নয়, গত বছর আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত, ট্যুইটার, ইউটিউব এবং গুগলের ট্রেন্ডিং তালিকাতেও সবচেয়ে ওপরে ছিলেন নরেন্দ্র মোদী। এক সমীক্ষা অনুযায়ী, সেই সময় তাঁর ব্র্যান্ড ভ্যালু ৩৩৬ কোটি টাকায় পৌঁছে যায়। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৫৭.৫ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ।

তবে সক্রিয় নন এমন রাজনীতিবিদ ধরে হিসেব করলে সেই তালিকায় এখনও শীর্ষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১২ কোটি ৯৮ লক্ষ। এছাড়াও মোদীর পরেই রয়েছেন পোপ ফ্রান্সিস যার ফলোয়ার্স সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লক্ষ। অন্যদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার্স সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে সম্প্রতি। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর ফলোয়ার্স সংখ্যা ৭১ লক্ষের কাছাকাছি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ ফেব্রুয়ারি

আমি আপ্লুত, ধন্যবাদ : লিখলেন সোনু সুদ

Sonu new
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১৯ ফেব্রুয়ারি

দুর্দান্ত অ্যাকশন নিয়ে আসছেন জন আব্রাহাম

John Arjun
১৬ ফেব্রুয়ারি

মাত্র দেড়শো টাকার বিনিময় উপভোগ করুন এক সাংস্কৃতিক অনুষ্ঠান

Book my show
১৪ ফেব্রুয়ারি

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে 'জব উই মেট', পছন্দের ছবির সঙ্গে উপভোগ করুন বিশেষ দিনগুলি

DilwaleDulhaniaLeJayenge
১৩ ফেব্রুয়ারি

ভালোবাসার মানুষের সঙ্গে বিশেষ ভাবে পালন করুন দিনটি

Sharly
১৩ ফেব্রুয়ারি

সম্প্রতি ৬০০ কোটি টাকা দিয়ে নির্মিত 'আদিপুরুষ' ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে

Hema Malini Shatrughna Sinha
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
৮ ফেব্রুয়ারি

একের পর এক বিপত্তি 'রান্নাঘরে'র সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে

Sudipa Chatterjee
২৮ জানুয়ারি

কার্তিক আরিয়ান ব্যস্ত তাঁর নয়া স্পোটর্স ড্রামা ‘চন্দু চ্যাম্পিয়ান’ নিয়ে

Kartik Aaryan
২৮ জানুয়ারি

তোমার সকল অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ন করার প্রতিজ্ঞা করলাম : সায়নী ঘোষ

Saayoni mom
২৭ জানুয়ারি

আজ রাতেই কেওড়তলা মহাশ্মশানে সম্পন্ন হবে অভিনেত্রীর শেষকৃত্য

Sreela Majumder