১৯ এপ্রিল, ২০২৪
দেশ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, শীঘ্রই নিয়োগ হতে চলেছে ৫০০০ সহায়ক নার্স! আবেদন করুন আজই

জেনে নিন আবেদনের টুকিটাকি
nurse hospital ppe Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩১

সম্প্রতি উত্তরপ্রদেশ, ন্যাশনাল হেল্‌থ মিশনের তরফে জারি করা হয়েছে এক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে সে রাজ্যে খুব শীঘ্রই হতে চলেছে সহায়ক নার্সের পদে নিয়োগ। সে জন্য আবেদনপত্র গ্রহনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক এবং যোগ্য মহিলারা সহায়ক নার্সের পদের জন্য আবেদন করতে পারেন। একনজরে দেখে নিন আবেদনের টুকিটাকি।

কিভাবে করবেন আবেদন?

এজন্য আপনাকে এনএইচএম ইউপি-র অফিশিয়াল ওয়েবসাইট upnhrm.gov.in এ যেতে হবে। সেখানের updates অপশনের Invite online application for ANM vacancies. (September 15, 2021) লিঙ্কটিতে ক্লিক করতে হবে। সেখানে প্রাপ্ত আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য সহ পূরণ করে অনলাইনেই জমা দিতে হবে। ভবিষ্যতের সুবিধার্থে ফর্মটিকে প্রিন্ট বা পিডিএফ ফাইল বানিয়ে ফোনে সেভ করে রাখতে পারেন আবেদনকারীরা।

আবেদনের তারিখ –

১৫ই সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু করে ৩০শে সেপ্টেম্বর ২০২১-এর রাত ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

মোট শূন্যপদের সংখ্যা –

বিজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকভাবে মোট শূন্যপদের সংখ্যা ৫০০০ টি। উল্লিখিত পদগুলিতে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদনকারীদের ভারত সরকার অথবা নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে অক্সিলারি নার্সিং বা মিডওয়াইফে দু’বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের আবেদন করার সময় উত্তরপ্রদেশের স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা –

১২ই সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী আবেদনকারীদের বয়স থাকতে হবে নুন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে ওবিসি/এসসি/এসটি প্রার্থীরা তাঁদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। সেক্ষেত্রে ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের উপর ৩ বছর এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর ছাড় দেওয়া হবে।

আবেদন ফি –

ফর্ম ভরার জন্য আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি –

UP, NHM-এর নিয়মানুযায়ী প্রার্থীদের বাছাই করা হবে। সে ক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখা হবে। প্রতি পদের জন্য প্রাথমিকভাবে তিনজন করে প্রার্থীকে ডাকা হবে।

বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্য বিশদে জানার জন্য প্রার্থীরা upnhrm.gov.in এই ওয়েবসাইটে গিয়ে খোঁজখবর নিতে পারেন।

একনজরে দেখে নিয়োগ সংক্রান্ত তথ্য –

  • সংস্থা - ন্যাশনাল হেলথ মিশন
  • পদের নাম - সহায়ক নার্স ও মিডওয়াইফ
  • শুন্যপদের সংখ্যা - ৫০০০
  • রাজ্য - উত্তর প্রদেশ
  • কাজের প্রকার - চুক্তিভিত্তিক কাজ
  • নির্বাচন পদ্ধতি - শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
  • আবেদনের সময় - ১৫.০৯.২০২১ থেকে ৩০.০৯.২০২১
  • আবেদন পদ্ধতি - অনলাইন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
৪ আগস্ট

নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

kolkata municipality
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
১৪ মার্চ

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

office desk job
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
২৫ ফেব্রুয়ারি

প্রার্থীদের বয়স হতে হবে ৪০ এর মধ্যে

governmeent job office desk
৯ নভেম্বর

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-উত্তরপ্রদেশও, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩

earthquake seismometer
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl