এখন বাসের টিকিট বুকিংও অনলাইনেই, নয়া পেমেন্ট গেটওয়ে চালু করল IRCTC

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/02/2021   শেষ আপডেট: 13/02/2021 11:10 a.m.
IRCTC

টিকিট বাতিল করলে থাকছে রিফান্ডের ব্যবস্থাও

করোনাকালীন মহামারীতে ক্যাশ লেনদেন বহুলাংশে কমেছে, বদলে অ্যাপ মারফত পেমেন্টের পরিসংখ্যান অনেক বেড়েছে। আর এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই অ্যাপ মারফত নিজস্ব পেমেন্ট গেটওয়ে লঞ্চ করল IRCTC(Indian Railway Catering and Tourism Corporation Limited)। একইসাথে থাকছে আরো কিছু বাড়তি সুবিধা।

এতদিন কেবল IRCTC-র ওয়েবসাইট মারফৎ বিমান অথবা ট্রেনের টিকিট কাটা যেত‌‌। এখন মোবাইল অ্যাপেই মিলবে পরিষেবা ও সাথে যোগ হয়েছে বাসের টিকিট কাটার সুবিধাও। Rail Connect অ্যাপ দ্বারা iPAY নামক তাদেরই নিজস্ব পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভাড়া মেটাতে পারবেন যাত্রীরা। অন্যান্য ই-ওয়ালেটের মতোই এতেও আগে নিজের নাম, মোবাইল নাম্বার ও ডেবিট কার্ডের তথ্য ইনপুট করতে হবে। এতে আরো বাড়তি সুবিধা দেয়া হয়েছে, যেমন টিকিট কেটে তা পরে বাতিল করলে টাকা রিফান্ড করে দেওয়া হবে মুহূর্তেই। সুবিধা হল রেলের টিকিট বুকিংয়েও।