৬ নভেম্বর, ২০২৪
লাইফস্টাইল

এবার পুজোয় সাজবেন কীভাবে? কোন তারকার সাজ রয়েছে ট্রেন্ডিংয়ে?

রইল কিছু 'ট্রেন্ডিং' ফ্যাশনের খোঁজ

'পুজোর গন্ধ' প্রায় চলেই এসেছে! কিন্তু কেমন সাজলে হয়ে উঠবেন মধ্যমণি, এই ভাবনায় যথারীতি ঘুম উড়ছে বঙ্গ তনয়াদের। আজ পরিদর্শকের পাতায় থাকল এমন কিছু ফ্যাশন টিপস, যা আপনাকে আলিয়া হোক বা মিমি, রুপোলি পর্দার 'ডিভা'দের সঙ্গেও পাল্লা দিতে বাধ্য করবে।

আলিয়া ভাট - এই পুজোয় যে 'ট্রেন্ডিং লুক' ছাড়া সাজ সম্পূর্ন হবেই না, তার কথাই প্রথমে বলা যাক। আলিয়া ভাট (Alia Bhatt), 'রকি ঔর রানী কী প্রেম কাহানী'তে (Rocky Aur Rani Ki Prem Kahani) নজর কেড়েছে যাঁর 'লুক'। স্লিভলেস ব্লাউজ, হালকা জর্জেট শাড়ি, কালো ছোট্ট টিপ এবং অবশ্যই 'ঝুমকা', পুজোর ভিড়ে আলিয়া ভাট হয়ে উঠতে আপনাকে আটকায় কে!

ইমন চক্রবর্তী - গায়িকা হয়েও তিনি যে নায়িকাদের মতই তাঁর 'ফ্যাশন সেন্স' এর জন্য সর্বদা লাইমলাইটে থাকেন, তা আর বলতে বাকি রাখে না। ইমন চক্রবর্তী (Iman Chakraborty) যে কোনও পোশাকেই সাবলীল। শাড়ি হোক বা ওয়েস্টার্ন, সকল ধরনের পোশাক পরতে পছন্দ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। বেশ কিছুদিন আগে ইমনের ধুতি এবং পাঞ্জাবি পরা ছবি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ধুতি যে শুধু ছেলেদের পোশাকেই সীমাবদ্ধ নেই তা প্রমাণ করেছেন স্বস্তিকা মুখার্জী থেকে ইমন চক্রবর্তী। তাই আপনার মধ্যে যদি যথাযথ আত্মবিশ্বাস থাকে, এই পুজোয় ধুতিতেই আপনি হয়ে উঠতে পারেন "শো'জ টপার"।

কৃতি শ্যানোন - অনেক পোশাকই আসে যায়, কিন্তু ফ্লোরাল প্রিন্টের পোশাক ট্রেন্ডে থাকবে না, তা হয় না। নবমীর রাতে অভিনেত্রী কৃতি শ্যানোনের (Kriti Samon) মত পরতে পারেন হালকা ছিমছাম ফ্লোরাল প্রিন্টের ওয়ান পিস। দশমীর বিষন্নতার মাঝেও আপনার এই 'লুক' অন্যদের মাঝে দৃষ্টান্ত হয়ে উঠবে।

মিমি চক্রবর্তী - ফ্লোরাল প্রিন্টের ওয়ান পিসই নয়, আপনার আলমারিতে পুজোর জন্য একটি ফ্লোরাল প্রিন্টের শাড়িও বরাদ্দ রাখুন। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) মত হলুদ অথবা গোলাপী ফ্লোরাল প্রিন্টের শাড়ির সঙ্গে, একেবারে হালকা প্রসাধনে সেজে উঠুন পুজোর একটি দিন।

কিয়ারা আডবাণী - কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'শেরশাহ' (Shershaah) ছবিটি বেশ কয়েক বছর আগের হলেও, সেই ছবিতে কিয়ারার যে লুক ছিল, তা আজও পুরনো হয়নি। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে এই সাজটি 'রিক্রিয়েট' করে থাকেন। বেশ হালকা রঙের একটি চুড়িদার, ছোট্ট একটি টিপ, এবং কানে ছোট্ট অক্সিডাইজড দুলে, সকলের নজরে আপনি আসতে বাধ্য।

স্বস্তিকা মুখার্জী- 'ফ্যাশন' নিয়ে কথা হচ্ছে, অথচ তিনি বাদ যাবেন এমনটা হয় না। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) 'ফ্যাশন সেন্স' ও আমাদের চিরকাল মুগ্ধ করে আসছে। যাঁদের ছোট চুল, অথচ কী স্টাইল করবেন বুঝে উঠতে পারেন না, এবং অন্যান্যদের বড় চুলের মাঝে নিজেকে বেমানান মনে হয়, তাঁরা স্বস্তিকার মত এই ধরনের ওয়ান পিসে সেজে উঠতে পারেন। তখন দেখবেন, সকলের নজর কার দিকে থাকে!

সর্বোপরি, যে ফ্যাশনই ট্রেন্ডে থাকুক না কেন, আত্মবিশ্বাস এবং মুখের হাসিই সবার আগে যেন হয়ে ওঠে আপনার বিশেষ অলঙ্কার। এই দুটি জিনিস আপনার মধ্যে উপস্থিত থাকলে, যেকোনও পোশাকেই আপনি হয়ে উঠবেন সকলের মাঝে সেরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
২৮ সেপ্টেম্বর

গরম হোক বা শীত, বাচ্চার স্নান যেন না হয় বন্ধ

new born child
৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
৪ সেপ্টেম্বর

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

Ananya Shubman
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
৮ আগস্ট

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

Nachiketa
২৪ জুলাই

মাত্র চব্বিশ বছর বয়সেই "মা" হয়েছিলেন সুস্মিতা সেন

Sushmita Sen daughter
৭ জুলাই

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

Rath Tollywood