(Madhyamik Exam) শিয়রে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে পারে মাধ্যমিকের ফলপ্রকাশ। এমনটাই জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সংবাদ প্রতিদিনকে জানান , “আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ৯০ দিনের মধ্যে মাধ্যমিক ফল প্রকাশ করে দেওয়া হবে।”
অন্যদিকে সূত্রের খবর, ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে একেবারে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে সংসদ। শেষ মুহূর্তের যে যে কাজ বাকি আছে, সেগুলি শেষ করার প্রস্তুত চলছে।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ।