বাদ গেলেন না সোনু সুদ, লেগে গেল রাজনীতির রঙ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/08/2021   শেষ আপডেট: 27/08/2021 3:13 p.m.
instagram.com/arvindkejriwal,/sonu_sood

দিল্লি সরকারের এক নতুন কর্মসূচির মেন্টর হিসাবে কাজ করবেন অভিনেতা সোনু সুদ

আমার আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন সোনু সুদ (Sonu Sood)?

আজ সকাল থেকেই এমনই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, শুক্রবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির কনভেনর রাঘব চাড্ডার সঙ্গে দেখা করেন সোনু। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের।

তারপরই যৌথ সাংবাদিক বৈঠকে সোনু সুদ (Sonu Sood) এবং কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লি সরকারের এক নতুন কর্মসূচির মেন্টর হিসাবে কাজ করবেন অভিনেতা।

এরপরেই গরিবদের 'মসিহা' তথা বলিউড অভিনেতা সোনু সুদের আম আদমি পার্টিতে যোগদান নিয়ে জল্পনা চলছে। আগামী দিনে সোনুকে সরাসরি নিজের দলে টানতে আগ্রহী কেজরিওয়াল নিজেও। তবে সাংবাদিক বৈঠকে দু’পক্ষই দাবি করেছেন, দিল্লি সরকারের প্রস্তাবিত "ভারত কে মেন্টর" নামের কর্মসূচিতে অংশ নেবেন অভিনেতা। তবে এই মুহুর্তেই দলে যোগ দিচ্ছেন না তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেতা কংগ্রেসে যোগ দেবেন। এমনকী মুম্বইয়ে কংগ্রেসের এক নেতা তাঁকে মুম্বইয়ের মেয়র পদের প্রার্থী করার প্রস্তাবও দিয়েছিলেন। শুধু তাই নয়, তেলেঙ্গানার শাসক দল টিআরএসের (TRS) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা কম হয়নি। তবে এসবকে তুচ্ছ করে আম আদমি পার্টির সঙ্গী হবেন সোনু সুদ!