অবিবাহিত মেয়েরা বিয়ের প্রতিশ্রুতি ছাড়া শারীরিক সম্পর্কে লিপ্ত হয় না: হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/08/2021   শেষ আপডেট: 15/08/2021 5 p.m.
আইনকানুন @pixabey

বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির জামিন খারিজ করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট

বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করার অভিযোগে গত জুন মাস থেকে কারাগারে রয়েছেন এক ব্যক্তি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬ (ধর্ষণ) এবং ধারা ৩৬৬ (অপহরণ, অপহরণ মহিলাকে বিয়েতে প্ররোচিত করা), যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় ইত্যাদি বিধানে মামলা হয়েছিল। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টে (Madhya Pradesh Highcourt) ওই ব্যক্তির জামিনের আবেদন করা হয়। কিন্তু হাইকোর্টের ইন্দোর বেঞ্চের বিচারপতি সরাসরি ওই মামলার শুনানি করার সময় জানিয়ে দেয় যে জামিনের জন্য এটি উপযুক্ত মামলা বলে মনে করা যায় না। আদালত এই ঘটনার পর্যবেক্ষণ করে জানিয়ে দেয়, "ভারত একটি রক্ষনশীল দেশ। এই দেশে সমাজ ও সভ্যতা এমন স্তরে পৌঁছায়নি যেখানে অবিবাহিত মেয়েরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মজা করার জন্য ছেলেদের সাথে শারীরিক কার্যকলাপে লিপ্ত হয়।"

এছাড়া আদালতে প্রসিকিউটর জানায় যে ঘটনায় অভিযোগকারী মহিলা গত ২ জুন ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এই ঘটনা শোনার পর আদালত জানিয়েছে, "এটি স্পষ্ট যে ওই মহিলার সম্পর্কের ব্যাপারে গুরুতর ছিল। সে কেবল শারীরিক চাহিদা মেটানোর জন্য এই সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিল না। ছেলেটি শারীরিক সম্পর্ক যখন করেছে তখন তার পার্টনারের সাথে সেই বিষয়ে অবশ্য কথা বলা উচিত ছিল। সমাজে ওই মহিলাকে বিভিন্নভাবে অবমাননার শিকার হতে হবে।" এই পরিস্থিতিতে আদালত ওই ব্যক্তির জামিন আবেদনের অনুমতি দিতে আগ্রহী নয়।