বিধবা স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে মৃত স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, আদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/07/2021   শেষ আপডেট: 04/07/2021 3:19 p.m.
আইনকানুন @pixabey

বিধবারা আঞ্চলিক রীতিনীতি অনুযায়ী বিয়ে করলেও তা গণ্য করা হবে

স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী যদি নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহলে সে মৃত স্বামীর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে। এমনটাই জানিয়ে দিল ছত্রিশগড় হাইকোর্ট (Chhattisgarh High Court)। গত ২৮ জুন ছত্রিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কে আগারওয়াল (Sanjay K Agarwal) জানিয়ে দিয়েছিলেন যে প্রথম স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে করে এবং সেই বিয়ে যদি প্রমাণিত হয় তাহলে পূর্ববর্তী স্বামীর সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন ওই মহিলা। এছাড়া Hindu Widows Remarriage অ্যাক্ট এর সেকশন ৬ অনুযায়ী বলা হয়েছে যে যেকোনো আঞ্চলিক রীতিনীতি যা বিয়ে হয়েছে বলে প্রমাণ করে তা আইনত বিয়ে হিসেবে ধরা হবে।

আসলে এই মামলা শুরু হয় কিয়া বাই নামক এক বিধবা মহিলার সম্পত্তির ভাগ প্রসঙ্গ নিয়ে। জানা গিয়েছে, কিয়া বাইয়ের স্বামীর মৃত্যুর পর পরিবারের সম্পত্তি ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জটলা চলছে। পরিবারের লোকজন দাবি করেছেন যে কিয়া বাইয়ের স্বামীর মৃত্যুর পর সে অন্য এক পুরুষের সাথে বিয়ে করে। কিন্তু তাদের আইনত কোন বিয়ে হয়নি। আসলে ছত্রিশগড়ে আঞ্চলিক রীতি অনুযায়ী কোনো পুরুষ মহিলার হাতে চুড়ির গোছা পরালে তা বিয়ে হিসাবে ধরে নেওয়া হয়। তাই Hindu Widows Remarriage অ্যাক্ট অনুযায়ী কিয়া বিধবা হওয়ার পর অন্য পুরুষের সাথে আঞ্চলিক রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সেইজন্য তিনি তার পূর্ববর্তী মৃত স্বামীর সম্পত্তির ভাগ পাবে না। ছত্রিশগড় আদালত সম্পত্তি ভাগ না দেওয়ার মামলায় আংশিক আদেশ দিয়েছে।