বেসরকারিকরণের দিকে ঝুঁকছে চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/02/2021   শেষ আপডেট: 16/02/2021 8:41 a.m.

জল্পনার কেন্দ্রে আছে কারা? দেখে নিন একনজরে

সরকারের সূত্র মারফত খবর, এবার আরও চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের রাস্তায় হাঁটতে চলেছে কেন্দ্র। এই তালিকায় রয়েছে, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও সেন্ট্রাল ব্যাঙ্ক। এদের মধ্যে দুটিকে ২০২১-২২ অর্থবছরেই বিক্রি করা হতে পারে আর বাকি দুটিকে পরে। প্রসঙ্গত উল্লেখ্য এখনো পর্যন্ত ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণ করেছে কেন্দ্রীয় সরকার। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা এখন মাত্র বারোটি।

করোনাকালীন আর্থিক মন্দা কাটাতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক বিশেষজ্ঞই। তবে কর্মী সংগঠনগুলির ব্যপক বিরোধীতা ও সমালোচনার মুখে পড়েছে এবং আগামী দিনেও পড়বে বলে সূত্রের খবর। ব্যাঙ্ক সংগঠনগুলির হিসাব অনুসারে, এই মুহূর্তে ব্যাঙ্ক অব মহারাষ্ট্রে ১৩ হাজার, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ২৬ হাজার, ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৫০ হাজার ও সেন্ট্রাল ব্যাঙ্কে কর্মরত রয়েছেন ৩৩ হাজার কর্মী। অনাদায়ী ঋণের বোঝা হালকা করতে ও অর্থনীতি মজবুত করতে এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাই দেখার।