২৭ সেপ্টেম্বর, ২০২৩
বিনোদন

নীহারিকা ও অনুষ্কাকে ছেড়ে জয়ী হয়েছেন অর্কদীপ, কদর্য ভাষায় 'অপমানিত' জয়

আপনাদের সব বিষয়েই এত বক্তব্য কেন? বার্তা ইমনের
zee bangla saregamapa 2021 grand finale Bengali News
নীহারিকা ও অনুষ্কাকে ছেড়ে জয়ী হয়েছেন অর্কদীপ, কদর্য ভাষায় 'অপমানিত' জয় Instagram @niharika @imanchakraborty @arkadeepmishra

গতকাল টেলিকাস্ট হয়েছে 'সারেগামাপা ২০২০’ রিয়েলিটি শো-এর শেষ পর্ব। এরপরেই বিচারকদের মতামত, টাকা দিয়ে ‘সেরা’র সম্মান কিনেছেন অর্কদীপ, এমনই অভিযোগ ওঠে দর্শক-শ্রোতাদের মধ্যে। নেটিজেনদের মধ্যে অনেকেই বলতে থাকেন, 'বিচারকেরা টাকা খেয়ে বিচার করেছেন’, ‘বজ্জাত’, ‘খারাপ’, ‘চোর’ তকমা দিতেও ছাড়েনি অনেকেই। তবে তার এক ঘন্টা না কাটতেই পাল্টা উত্তর দিলেন, লোপামুদ্রা মিত্র। তাঁর সাফ জবাব, "গত ২০ বছর আমি জয় সরকারের মতো একজন আদ্যপান্ত গানবাজনা প্রেমিক মানুষের সঙ্গে থাকি। তাঁকে চিনি হাড়ে-মজ্জায়।"

এমনকি লোপা মুদ্রা জয়কে সমর্থন করার পাশাপাশি, তিনি পাশে দাঁড়িয়েছেন অর্কদীপেরও তিনি বলেন, "ছেলেটির কি দোষ? ওর উপর কতটা মানসিক চাপ পড়ছে, ওর যন্ত্রণা একবারও ভেবে দেখছেন? প্রথম হয়ে সে যেন ফাঁসির আসামী! জেতাটাকে উপাভোগ করতে পারছে না বেচারা।" একই সঙ্গে লোপামুদ্রার কটাক্ষ, "পরের সিজন শুরু হলে এ বছরের প্রতিযোগীদের ভুলে যাবেন আপনারা। প্রথম, দ্বিতীয় কে কোন বছরে? কেউ মনে রাখবেন না। এক বছর চড়া আলোর কেন্দ্রবিন্দুতে থাকার পর এক অদ্ভুত ইঁদুরদৌড়ে নেমে পড়বে ওরা।"

তবে এসবকে পরোয়া না করেই অনেকেই আবার আর এক প্রতিযোগী নীহারিকার সঙ্গে তুল্যমূল্য বিচারও করেছে। কেউ কেউ লিখেছেন, শুধুমাত্র একই ধাঁচের গান গেয়ে অর্কদীপ জিতে গেল। আর নীহারিকা সব ধরনের গান গাওয়ার যোগ্যতা রেখেও জিতল না। এর মানেটা বুঝতে পারছেন না? মানে ‘মানি ইজ সুইটার দ্যান হানি’।

তবে শুধুমাত্র লোপা মুদ্রা নন, লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন ইমন চক্রবর্তীও। তাঁর দাবি, ‘আজ নীহারিকা প্রথম হলে তখনও যে অভিযোগ থেমে যেত তা নয়। তখন বলা হত, অর্কদীপ কেন প্রথম হল না? ও তো বাংলা গান গেয়েছিল? তা হলে বাংলা গান শোনানো হচ্ছে না বাংলা চ্যানেলে! আপনাদের এই অভিযোগ চলতেই থাকবে।’ তার পরেই ইমনের প্রশ্ন, ‘আপনাদের সব বিষয়েই এত বক্তব্য কেন?’

এদিকে বিচারক মনোময় ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘বিচারকদের কেউ প্রভাবিত করেনি। গুরু হিসেবে আমি এবং বাকি যাঁরা রিয়েলিটি শো-এর সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা কিন্তু বিচারকদের কোনও ভাবেই প্রভাবিত করেননি। তাঁদের মেনে নিতে হয়েছে বিচারকদের মতামত। গুরুরা প্রতিযোগীদের তৈরি করে দিয়েছেন মাত্র। শো-এ বিচারকদের মতামতই চূড়ান্ত ছিল।’’ বিচারকদের মতামত নিয়ে গুরুদের মধ্যে কখনও দ্বিমত তৈরি হয়েছে? দ্বিমত তৈরি হতেই পারে। আমি যেমন মনে করি, যুগ্ম সেরা হতে পারত। সেই অনুযায়ী অর্কদীপের সঙ্গে নীহারিকা বা অনুষ্কাও প্রথম হতে পারত।’’ তবে বিচারে অস্বচ্ছ্বতা ছিল, এই অপবাদ মানতে নারাজ তিনিও।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ সেপ্টেম্বর

প্রিক্যুয়েল নাকি সিক্যুয়েল? জানতে দেখতে হবে 'সম্পূর্ণা ২'

Sohini saree
২৫ সেপ্টেম্বর

তিনগুণ মজা নিয়ে বড় পর্দায় ফিরছে 'ফুকরে ৩', থাকবে একাধিক চমক

Ali Richa
২৫ সেপ্টেম্বর

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘রক্তবীজ’ সিনেমাতেও একত্রে গান গেয়েছেন অন্তরা-অঙ্কিতা

Nandy Sisters ganesh puja
২৫ সেপ্টেম্বর

ফ্লোরাল চুড়িদার, মাথা ভর্তি সিঁদুর, কানে ঝুমকো সঙ্গে প্রেগনেন্সি গ্লো

Subhashree baby shower
২৫ সেপ্টেম্বর

গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ

Swara Bhasker baby girl
২৩ সেপ্টেম্বর

‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য রূপঙ্কর বাগচী পেয়েছিলেন জাতীয় পুরস্কার

Rupankar new
২২ সেপ্টেম্বর

ভিন্ন স্বাদে ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ করলেন ঋতাভরী

Ritabhari pujo saree
২২ সেপ্টেম্বর

আমেরিকা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ের আসরে হাজির হবেন প্রিয়াঙ্কা চোপড়া

Parineeti Chopra wedding 1
২১ সেপ্টেম্বর

সত্যজিৎ-পুত্রের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় টিম পরিদর্শক

Sandip ray
২১ সেপ্টেম্বর

টলিপাড়ায় যেখানে বারংবার সম্পর্ক ভাঙার আওয়াজ ওঠে, সেখানে গৌরব-ঋদ্ধিমা ব্যতিক্রমী

Gaurab Riddhima
২১ সেপ্টেম্বর

এভাবে ধারাবাহিক টেনে নিয়ে যাওয়ার কী মানে? প্রশ্ন নেটিজেনদের

Anurager Chowa 2
১৭ সেপ্টেম্বর

শিখে নিন নতুন রান্না, যা হবে পুজোর সেরা খাবার

Mutton Polau 1
১৫ সেপ্টেম্বর

'কামব্যাক' করেছেন কিং খান! 'জাওয়ান'কে সফল করার পেছনে কোন কোন বিষয়ে জোর দিয়েছিলেন পরিচালক?

Jawan show
১০ সেপ্টেম্বর

মুখ্য চরিত্রে থাকছেন আপনাদের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য

Jol thoi thoi