যেনো সিনেমার 'দম লাগাকে হাইসা' বাস্তবে, স্বামীদের কাঁধে চাপিয়ে দৌড়োলেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/03/2021   শেষ আপডেট: 13/03/2021 11:17 a.m.
স্বামীদের কাধে নিয়ে মহিলাদের দৌড় twitter/@RONBupdates

লিঙ্গ সমতার বার্তা দেওয়া ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য

লিঙ্গ-সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নেপালের অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বহু স্বামী-স্ত্রী জুটি। তবে এই দৌড় এর বিশেষত্ব ছিল, এখানে স্ত্রীরা তাদের স্বামীকে নিজেদের কাঁধে চাপিয়ে দৌড়াবেন। আপনারা আশা করছি আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেকার এর দাম লাগাকে হাইসা সিনেমাটি অবশ্যই দেখেছেন। ওই সিনেমার ক্লাইম্যাক্সে ছিল ভূমি পেডনেকার আয়ুষ্মান খুরানা কে নিজের কাঁধে তুলে নিয়ে দৌড়চ্ছেন। ঠিক সেরকমই একটি ঘটনার বিপরীত ভঙ্গিমার সাক্ষী রইলেন নেপালের মানুষ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ১৬ টি জুটি এবং তাদের দৌড়াতে হতো ১০০ মিটার। একজন প্রতিযোগিনী জানিয়েছেন, "প্রতিযোগিতা জিততে পারিনি ঠিকই কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হল মহিলাদের এত সম্মান এত প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা সত্যিই অনস্বীকার্য!" এই দৌড় প্রতিযোগিতা দেখতে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকেও অনেকে আসেন। গ্রামের প্রধান দুর্গা বাহাদুর থাপা জানিয়েছেন, "এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা লিঙ্গসমতা বার্তা ছড়াতে চেয়েছিলাম। এখানে ছিল না কোন অর্থমূল্য। শুধু আমরা জানাতে চেয়েছিলাম একজন নারী কিন্তু পুরুষের থেকে কোন অংশেই কম নয়। বর্তমানে তারাও একজন পুরুষের দায়িত্ব নিতে পারে।"