Nepal Earthquake, Kathmandu, Delhi Earthquake, Noida News : ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎসস্থল প্রতিবেশী দেশ নেপাল। বলাবাহুল্য, মঙ্গলবার এক দিনে মোট তিন বার কেঁপে উঠেছে নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র দাবি, উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে। একই দিনে তিন তিনবার ভূমিকম্পের দাপটে উদ্বেগে আজনতা। সংবাদসংস্থা সূত্রের খবর, নেপালে বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে তিন জনের। চলছে উদ্ধারকাজ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে অনুভূত হয় কম্পন। সেই সঙ্গে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ সহ পার্শ্ববর্তী এলাকা।
প্রসঙ্গত,গতকাল সকালেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। কম্পনের মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে মাটি থেকে ১০০ কিলোমিটার গভীরে। এরপর রাত ৯টা নাগাদও কেঁপে উঠেছিল নেপাল। তখন মাত্রা ছিল ৪.৯। সেটির উৎসস্থল ছিল নেপাল সীমানার কাছে ১০ কিলোমিটার গভীরে। পাঁচ ঘণ্টার ব্যবধানে মধ্যরাতে ফের কেঁপে ওঠে নেপাল।