২০ জুন, ২০২৪
শিক্ষা

সূর্যোদয়ের দেশ জাপানে

পুঁথিপড়া বিদ্যা নয়, স্কুলে জীবন গড়ার শিক্ষা পায় ছেলেমেয়েরা
Japan mountain fuji temple Bengali News
প্রতীকী ছবি
srirupa-banerjee
শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২১ ৬:০৪

ছবির মতো সুন্দর দেশ জাপান৷ প্রকৃতি সেখানে বিছিয়ে রেখেছে তার অনবদ্য সৌন্দর্যের ডালি৷ দেশের ছেলেমেয়েদের জীবনগুলিও যাতে সৌন্দর্যে ভরে ওঠে, সেই লক্ষ্যে জাপানে গড়ে তোলা হয়েছে চমৎকার এক শিক্ষাব্যবস্থা৷ আজ জাপানের ৯৯ শতাংশ মানুষই লিখতে–পড়তে পারেন৷ আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাগুলিতে জাপানি ছেলেমেয়েরা সবসময়ই থাকে সামনের সারিতে৷ পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে অপরাধের হারও অত্যন্ত কম৷

কেমন জাপানের শিক্ষাব্যবস্থা? আসুন চোখ ফেরানো যাক তার বৈশিষ্ট্যগুলির দিকে৷

Japanese / Asian kids school bags Bengali News
প্রতীকী ছবি

শুধু পুঁথিগত বিদ্যা নয়, জোর দেওয়া হয় জীবনবোধ গড়ার ওপর

জাপানে স্কুলে ১০ বছর বয়সে পৌঁছনোর আগে ছাত্রছাত্রীদের কোনও বড় পরীক্ষা নেওয়া হয় না৷ ছেলেমেয়েদের ওপর জ্ঞানের বোঝা চাপানো নয়, স্কুলের প্রথম তিন বছরে শিক্ষকদের লক্ষ্য থাকে চরিত্র গঠনে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে আদব–কায়দা শেখানো৷

উদার ও সহানুভূতিশীল হতে শেখানো হয় ছেলেমেয়েদের

শুধু অন্যদের সম্মান করাই নয়, পশু–পাখি ও প্রকৃতির প্রতিও সদয় হতে শেখানো হয় স্কুলের ছোট ছেলেমেয়েদের৷ শেখানো হয় উদার ও সহানুভূতিশীল হতে, অন্যের প্রতি ক্ষমাশীল হতে৷ পাশাপাশি আত্মনিয়ন্ত্রণের শিক্ষাও পায় তারা৷

নিজেদের কাজ করতে হয় নিজেদেরই

জাপানে ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাসঘর, স্কুলচত্বর এমনকি শৌচাগার পর্যন্ত পরিষ্কার করে নিজের হাতে৷ ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজগুলি করে তারা৷ এতে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে শেখার পাশাপাশি, কোনও কাজই যে ছোট নয়, সেই শিক্ষাও তারা ছোট থেকেই পায়৷

japanese asian students lake Bengali News
প্রতীকী ছবি

একসঙ্গে বসে দুপুরের খাবার খান শিক্ষক ও ছাত্রছাত্রীরা

ছেলেমেয়েরা যাতে স্বাস্থ্যসমৃদ্ধ খাবার পায়, সেদিকে কড়া নজর রয়েছে জাপানের শিক্ষাব্যবস্থার৷ পাশাপাশি এখানে রয়েছে ব্যতিক্রমী এক ব্যবস্থা৷ দুপুরে খাওয়ার সময় ক্লাসের সমস্ত ছেলেমেয়েই শুধু নয়, তাদের শিক্ষকরাও একসঙ্গে বসে খান৷ এতে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক হয়ে ওঠে আরও ঘনিষ্ঠ৷ স্কুলে যেন পাওয়া যায় নিজের ঘরের উত্তাপ৷

সকলের জন্য স্কুলের বিশেষ পোশাক পরা বাধ্যতামূলক

স্কুল–ইউনিফর্ম ছেলেমেয়েদের জন্য বাধ্যতামূলক৷ এমনকি ক্লাসঘরে ঢোকার আগে বাইরের জুতো ছেড়ে ঘরে পরার যে জুতোয় পা গলায় ছেলেমেয়েরা, সেগুলিও একই রকম৷ এতে ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদের মনোভাব মুছে যায়, একত্ববোধ জাগে৷

স্কুলের আগে–পরে রয়েছে আরও অনেক কার্যকলাপ

জাপানে পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা কেউ স্পোর্টস ক্লাব, কেউ অন্য ধরনের কোনও ক্লাবে যুক্ত থাকে৷ স্কুলে আসার আগে বা স্কুল শেষ হওয়ার পরে অত্যন্ত উৎসাহের সঙ্গে সেখানে যোগ দেয় তারা৷ এই অভ্যাসের ফলে পড়াশোনার একঘেয়েমি কাটার পাশাপাশি পরিশ্রম করার শিক্ষা মেলে জাপানের ছেলেমেয়েদের৷

japanese text Bengali News
প্রতীকী ছবি

পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা শেখে ক্যালিগ্রাফি ও কবিতা লেখা

জাপান বিখ্যাত তার শৈল্পিক হস্তলিপি ও ছোট্ট কবিতা ‘হাইকু’র জন্য৷ ছেলেমেয়েরা কালিতে তুলি ডুবিয়ে ছোট থেকেই ক্যালিগ্রাফি করতে শেখে৷ পাশাপাশি শেখে সহজ ভাষায় লেখা গভীর ভাবের কবিতা হাইকু লিখতে, যা সেদেশে অত্যন্ত জনপ্রিয়৷

এইভাবে অত্যাধুনিক প্রযুক্তির দেশ জাপান আধুনিক শিক্ষাবিজ্ঞানের সঙ্গে তার প্রাচীন ঐতিহ্যকে মিলিয়ে–মিশিয়ে জন্ম দিয়েছে উন্নত এক শিক্ষাব্যবস্থার, যেখানে ‘পুঁথিপড়া পণ্ডিত’ নয়, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার শিক্ষা পায় ছেলেমেয়েরা৷ গোটা বিশ্বের চোখে তাই জাপানের শিক্ষাব্যবস্থার স্থান অনেক উঁচুতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩০ এপ্রিল

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে

Calcutta University main gate 2
১৯ এপ্রিল

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার

Student books
৬ ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে

High school students
৩ নভেম্বর

'ফিল্ম স্টাডিজ' বিষয়ে আগ্রহী হলে জানুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য

Nsou
১ নভেম্বর

নিরাপত্তা বেষ্টনীতে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Examination
৭ অক্টোবর

ঢাঁকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই এমসিকেভির এমন সৃষ্টিশীল আয়োজন, মন মাতিয়ে তুলল "যুব"দের। সাক্ষী থাকল পরিদর্শক।

mckv-howrah-admission
১৫ আগস্ট

হাওড়ার লিলুয়ার একটি জনপ্রিয় স্কুল এমসিকেভি। সেই স্কুলেই সাড়ম্বরে পালিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।

MCKV School Howrah Liluah
৯ আগস্ট

ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

High school students
৮ আগস্ট

প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে

Junior school student
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University
১৯ মে

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে মাহির হাসান

High school students
১৫ মে

আজ থেকেই শুরু হল জুলাই ২০২৩ বর্ষের ভর্তি প্রক্রিয়া

Student books
১৫ মে

চলতি বছর পরীক্ষায় বসেছে ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া

High school students