চিনা টিকা নেওয়ার ২ দিনের মধ্যে করোনা আক্রান্ত ইমরান খান, আছেন হোম আইসোলেশনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/03/2021   শেষ আপডেট: 20/03/2021 7:25 p.m.
ইমরান খান ছবি সংগৃহীত

চীনের সিনোফার্ম সংস্থা থেকে করোনা টিকা পৌঁছেছে ইসলামাবাদে

করোনা ভাইরাস সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। তবে আশার আলো হিসাবে বেশিরভাগ দেশে এখন করোনা টিকাকরণ শুরু হয়ে গেছে। দিন দুয়েক আগেই পাকিস্তানের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছেছে চীনের সিনোফার্ম সংস্থা। পাকিস্তানে টিকা পৌঁছাতেই সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য প্রথম টিকা নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু আশ্চর্যজনকভাবে চিনা টিকা নেওয়ার মাত্র দুদিনের মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী। আর তার জেরেই গোটা পাকিস্তান জুড়ে শুরু হয়েছে টিকার কার্যকারিতা নিয়ে বিতর্ক।

এই ঘটনার কথা টুইটারে বলেছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক। তিনি জানিয়েছেন, "প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত বাড়িতেই আছেন। তবে তার কোনো শারীরিক কষ্ট নেই এখন।" প্রসঙ্গত উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। এই মুহূর্তে দ্রুত ভ্যাকসিনেশন চালু করার কথা ভেবেছিল সরকার। সেই অনুযায়ী চীনের স্বাস্থ্যদপ্তর থেকে টিকা এসেছিল ইসলামাবাদে। কিন্তু সেই টিকা নিয়ে ইমরান খান বর্তমানে করোনা আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে জোর জল্পনা চলছে পাকিস্তানে।