কমেছে করোনার প্রকোপ। কাজেই টিকা নেওয়ার তাগিদও নেই আমজনতার মধ্যে। অনেকেই নেননি করোনার বুস্টার ডোজ, আবার অনেকেই প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেননি। এর ফলে প্রচুর করোনার ভ্যাকসিন জমে গিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সূত্রের খবর, রাজ্যে এই মুহূর্তে প্রায় ৬ লক্ষ কোভিড ভ্যাকসিন জমে রয়েছে। আর এই ভ্যাকসিনগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে। করোনা ভ্যাকসিন গুলো যাতে নষ্ট না হয় রাজ্যের প্রতিটি জেলাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
কোভিড ভ্যাকসিন যাতে কোনওভাবে নষ্ট হয় না হয় তার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা জেলা পরিবার কল্যাণ আধিকারিক। স্বাস্থ্য দফতরের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষকে আগ্রহী করে তুলতে হবে। মাইকে করে প্রচার চালাতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকা নিয়ে মানুষকে বোঝাতে হবে।