"পরাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছি", বাংলাদেশ সফরে গিয়ে জানালেন মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/03/2021   শেষ আপডেট: 27/03/2021 7:53 a.m.
বাংলাদেশে মোদী twitter@narendramodi

মুজিববর্ষ উদযাপনে দুদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশজুড়ে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। এরইমধ্যে মুজিববর্ষ উদযাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকা পৌঁছালেন। তিনি দীর্ঘ ১৫ মাস পর দুদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন। সেখানে তিনি শাহজালাল বিমানবন্দরের নামলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়। এমনকি তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিনি সেখান থেকে একটি বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, "পরাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য আমিও লড়াই করেছিলাম। মুক্তিযুদ্ধের জন্য সহযোগীদের সঙ্গে সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলাম আমরা। এই লড়াইয়ে কৃষক, শিক্ষক, জওয়ান ও চাকুরীজীবীরা সবাই একসাথে এগিয়ে এসে মুক্তিবাহিনী গঠন করেছিল। এই সংগ্রামে অনেক সেনার রক্ত ঝরেছে। তাদের দেশের প্রতি বলিদান কখনো ভোলার না। ভারতীয় শহীদ জওয়ানদের আমি শ্রদ্ধা জানাই।"

আসলে আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ। আর তা ধুমধাম করে পালন করছে বাংলাদেশবাসী। আর সেই উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশ উপস্থিত হয়েছেন। আজ সকালেই ঢাকা শহরের উপস্থিত হয়ে যান তিনি। তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কটাক্ষ করে বলেছেন, "আমরা দুই দেশ গণতন্ত্রের শক্তিতে বলিয়ান। আমরা একসাথে সন্ত্রাসবাদীদের রুখে দেব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের পথ বেছে নেব আমরা। আজ করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। আমাদের ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশে দ্রুত এগিয়ে যাবে।"