শিয়রে লোকসভা নির্বাচন, তাই সময় নষ্ট না করে নির্ঘণ্ট ঘোষণার আগেই ময়দানে নামছে গেরুয়া শিবির। সব ঠিকঠাক থাকলে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যদিও প্রধানমন্ত্রীর আগেই, বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, কলকাতা কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সূত্রে খবর, অমিত শাহর সফরের পর মার্চেই পশ্চিমবঙ্গে আসবেন নরেন্দ্র মোদি। যদিও ঠিক কত তারিখে তিনি আসবেন এবং কোনও জেলায় যাবেন কি না, তা এখনও জানা যায়নি সবিস্তারে।