বাংলাদেশ এবং কলকাতা যখন তোলপাড় 'প্রিয়তমা'র হিড়িকে, এ সময় বাংলাদেশে তুমুল সাড়া ফেলেছে 'প্রহেলিকা'। সম্প্রতি, ঈদুল আজহায় মুক্তি পায় এই ছবিটি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী শবনম বুবলী অভিনীত এই ছবিটি নিয়ে বাড়ছে উত্তেজনা। ছবি দেখার চাহিদায় বেড়েছে হল সংখ্যাও।
কোথাও হাউজফুল কোথাও আবার মিলছে না 'প্রহেলিকা'র টিকিট। শেষে দর্শকদের চাহিদা মেনেই বাড়ল প্রহেলিকার হল। বাংলাদেশের চলচ্চিত্র জগতে নিঃসন্দেহে এটি খুশির খবর।
'প্রহেলিকা' ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। দর্শকদের প্রতি গভীর ভালোবাসা, এখনো প্রহেলিকার সঙ্গে তারা আছেন।
তিনি আরও বলেন, অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। এটা তো শুধু প্রহেলিকার জন্য না, বাংলাদেশের সিনেমার জন্যই সুখবর। বলাবাহুল্য, অভিনেত্রী বুবলী অভিনীত এই ছবি এই মুহুর্তেই বাংলাদেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে। এবং শোনা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে আরও হল বাড়ার সম্ভাবনা রয়েছে।