তালিবান গাড়িতে বোমা হামলা, নিহত অন্তত ৩

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/09/2021   শেষ আপডেট: 18/09/2021 11:17 p.m.

কাবুলেও বোমা বিস্ফোরণে জখম ২

শনিবার আফগানিস্তানে তালিবান গাড়ি লক্ষ্য করে তিন বোমা হামলা। যার জেরে মৃত অন্ততপক্ষে তিনজন। আহতের সংখ্যা ২০। ঘটনাটি ঘটেছে পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের জালালাবাদে।

সূত্রের খবর, তিনটি বিস্ফোরণের মধ্যে একটি বিস্ফোরণ, নাঙ্গারহারে তালিবান সেনাভর্তি এক পুলিশের গাড়িকে লক্ষ্য করে করা হয়েছে। নাঙ্গারহার প্রদেশের এক হাসপাতাল সূত্রের খবর, ঘটনায় মৃত কমপক্ষে দু’জন। ১৯ জন আহত আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে নিহত এবং আহতরা আদৌ তালিবান গোষ্ঠীর সদস্য কিনা সে বিষয়ে সঠিক খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউই।

এদিকে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলও কেঁপে ওঠে বোমা বিস্ফোরণে। যার জেরে আহত অন্ততপক্ষে দু’জন। তবে কাবুলে ঘটা বিস্ফোরণটির লক্ষ্যে কারা ছিল, সে বিষয়টি এখনও অস্পষ্ট।

উল্লেখ্য, গত মাসে আফগানিস্তান কব্জা করে সেখানে সরকার গঠন করে তালিবান। তার পর থেকে এই প্রথম এত বড় বিস্ফোরণের সাক্ষী সেই দেশ।