করোনার কালো ছায়া প্রবাসী দুর্গাপূজোয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/10/2020   শেষ আপডেট: 23/10/2020 1:34 a.m.
Photo by Boudhayan Bardhan

নিউ নর্ম্যালেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এ’বছর

করোনা অতিমারি বিপর্যয় কিছুতেই পিছু ছাড়ছে না৷ সারা বছর ধরে অধীর আগ্রহে দেশ–বিদেশের বাঙালি অপেক্ষা করে থাকে যার, সেই দুর্গোৎসবেও এবার করোনার কালো ছায়া৷ রাজ্যে পুজো–মণ্ডপগুলিতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট৷ প্রবাসী পুজোতেও এবার প্রায় একই চিত্র৷

এমনিতেই বিশ্ব জুড়ে দেশে দেশে আবারও বাড়ছে কোভিডের আক্রমণ৷ দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্স জুড়ে জারি হয়েছে বিধিনিষেধ৷ সম্প্রতি ইটালি সরকারও রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ সহ বহু নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ জানিয়েছে, উৎসব, মেলা করা যাবে না৷ এই পরিস্থিতিতে প্রবাসী বাঙালিদের একমাত্র ভরসা ভার্চুয়াল দুর্গাপুজো৷ অঞ্জলি থেকে শুরু করে প্রতিমা দর্শন, বিজয়ার আড্ডা– সবই চলবে অনলাইনে৷ এবার এই ‘নিউ নর্ম্যাল’–এই খুশি থাকতে হচ্ছে প্রবাসীদের৷

  • প্রথমেই আসি জার্মানির কথায়৷ কোভিড–১৯–এর দ্বিতীয় ঢেউ আটকাতে জার্মান সরকারের কড়া বিধিনিষেধ রয়েছে৷ এই অবস্থায় জমায়েত করার কোনও উপায় না থাকায় বন্ধ হয়ে গেছে কোলনের মতো প্রাচীন দুর্গাপুজোও৷ বার্লিনের বাঙালি সংগঠন ‘বার্লিন সর্বজনীন দুর্গোৎসব’ গত বছর পর্যন্ত হারবিন স্ট্রাস–১৪–তে মহা আড়ম্বরে পুজো করে এসেছে৷ এ বছর সবটাই ভার্চুয়াল৷ বন্ধ হয়েছে ব্রেমেনের পুজোও৷ মনখারাপ মনে চেপে নিউ নর্ম্যালেই আনন্দ খুঁজছেন জার্মানি–প্রবাসী বাঙালি৷
বার্লিন সার্বজনীন দুর্গাপূজা
  • আমেরিকার ক্যালিফোর্নিয়া বে–এরিয়াতেও অঞ্জলি, দর্শন অনলাইনে সারার সরকারি নির্দেশ মিলেছে৷ তাই বলে দমবার পাত্র নন প্রবাসী বাঙালিরা৷ বলেছেন, সমস্ত বিধিনিষেধ মেনেই পুজো করবেন তাঁরা৷ শিকাগোর বাঙালিরাও পুজোয় আছেন৷ তবে সব অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার৷ তাই অনলাইনেই মায়ের পায়ে উজাড় করে দিতে হবে ভক্তের যাবতীয় প্রার্থনা, চেয়ে নিতে হবে আশীর্বাদ৷
ক্যালিফোর্নিয়া বে এরিয়া দুর্গাপূজা
  • ওদিকে ইংল্যান্ডের বার্মিংহামে প্রবাসীরা প্রবল আগ্রহে দুর্গাপুজোর ৫১তম বর্ষ উদযাপনের অপেক্ষা করছিলেন এ’বছর৷ কোভিডের কারণে সবকিছু পূর্ব–পরিকল্পনা মতো না হলেও অল্প সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার৷ পুজো কর্তৃপক্ষ অনলাইনে টাইম–স্লট বুক করে প্রবাসীদের পুজো দেখার বন্দোবস্ত করেছেন৷ ভার্চুয়াল অঞ্জলি হবে৷ সদস্যরা মনোজ মিত্রের ‘কুহুযামিনী’ নাটকটি করবেন৷ ‘জুম’–এর সাহায্যে দেখানো হবে সেটি৷ তাই জোরদার রিহার্সাল চলছে৷
ইংল্যান্ডের বার্মিংহামে সার্বজনীন দুর্গোৎসব
  • এরই মধ্যে একেবারে অন্য রকমের খবর দিচ্ছে তাইওয়ান৷ কোভিডের প্রকোপ থেকে সে দেশ রক্ষা করেছে নিজেদের৷ তাই পুজো নিয়ে এ’বছরেও তাইওয়ান–প্রবাসীদের দুশ্চিন্তা নেই৷ সেখানকার ‘উমঙ্গ অ্যাট তাইওয়ান’ সংগঠন অনেক বছর ধরে দুর্গাপুজো করে আসছে৷ এ’বছরও করবে৷ এখানে পুজো হয় দু’দিন৷ এ’বছর ২৫ অক্টোবর হবে মা–দুর্গার আরাধনা ও ১ নভেম্বর দশমী পুজো৷ বাঙালি অবাঙালি মিলেমিশে গিয়ে অন্যান্য বারের মতোই এখন তাই চলছে সাগ্রহ অপেক্ষার পালা৷
তাইওয়ানে সার্বজনীন দুর্গা পূজা