২২ সেপ্টেম্বর, ২০২৩
রাজ্য

২৫ হাজার শূন্যপদে হবে নিয়োগ, পুজোর পরেই নতুন করে টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রাজ্যের

পুজোর পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার
exam students Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ৯:৩৮

পুজোর (Durga Puja) পরেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ টেট (Primary TET)। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পরেই পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হতে চলেছে। দুদিন আগে এই সমস্ত জেলা থেকে পাঠানো হয়েছে প্রাথমিক টেটের পরীক্ষা কেন্দ্রের বিস্তারিত হিসাব। পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, "আমরা প্রস্তুতিটা একেবারে সেরে রাখতে চাইছি। টেটের দিনক্ষণ নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিকাশ ভবনের হিসেব অনুযায়ী শূন্যপদের সংখ্যা দাঁড়াতে পারে ২৫ হাজারের কাছাকাছি।"

ইতিমধ্যে নিয়োগ বিতর্ক নিয়ে জর্জরিত হয়ে রয়েছে রাজ্য সরকার। আদালত একের পর এক তদন্তের নির্দেশ দিতে শুরু করেছে। এই অবস্থায় যাতে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটতে পারে তার জন্য শুরু করা হচ্ছে নতুন নিয়োগ। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন, পুজোর আগে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে। এছাড়া প্রতিবছর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এবং নিয়োগ চলবে। তবে পরবর্তী সময়ে এই ক্ষেত্রে বিভিন্ন আইনি পট পরিবর্তন হয়েছে। এই কারণে পিছিয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি। তাই এবারে সবকিছু ঠিক করে কোমর বেঁধে নামতে চাইছে রাজ্য সরকার। ২০১৭ সালের টেটের ফল প্রকাশিত হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। এই নিয়োগ প্রক্রিয়ায় এখনো বাকি রয়েছে। সেই টেট পরীক্ষার জট কাটিয়ে নতুন করে টেট পরীক্ষা নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। পাশাপাশি এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদে নবগঠিত অ্যাড হক কমিটির বৈঠক খুব শীঘ্রই বসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকার মনে করছে, প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী আগামী টেট পরীক্ষায় বসতে চলেছেন। এর ফলে বাংলায় আরো একবার কর্মসংস্থানের জোয়ার আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তবে তারও আগে হবে প্রধান শিক্ষক নিয়োগ। সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে স্কুল শিক্ষায় শিক্ষকের অভাব বুঝবে এবং উন্নত হবে পঠন পাঠন। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলির কারণে জেলার প্রত্যন্ত এলাকার স্কুলগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। শিক্ষকদের মধ্যে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তবে নতুন নিয়োগ হলে এই ছবিটা পরিবর্তিত হবে বলে মনে করছে অনেকেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৭ সেপ্টেম্বর

শিখে নিন নতুন রান্না, যা হবে পুজোর সেরা খাবার

Mutton Polau 1
৩১ আগস্ট

অভিযুক্ত সুশান্তকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষনা করলেন বিচারক সন্তোষকুমার পাঠক

Susanta Sutapa berhampore
২৮ আগস্ট

পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

fire bomb blast explosion night
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University
২২ জুলাই

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee rain
১৩ জুলাই

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee smilee
১১ জুলাই

খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ নেই : রাজ্যপাল

madan mitra 2
৫ জুলাই

বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি

Rain taxi kolkata
২৯ জুন

আগামীকাল ইডির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে

Saayoni tmc
২৪ জুন

মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee smilee