নির্বাচনের আগে খুন তৃণমূল কর্মী, তুঙ্গে শাসক বিরোধী তরজা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2021   শেষ আপডেট: 12/03/2021 6:05 a.m.
তৃণমূল-বিজেপি

আলুর খেতে মেলে সেই তৃণমূল কর্মীর মৃতদেহ

নির্বাচনের মুখে আবারো খুন। এবারে হুগলির বলাগরে শাসকদলের বুথ লেভেল এর একজন নেতা খুন হলেন এবং তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এই তৃণমূল কর্মীর নাম মাসুদ শেখ এবং তাকে সম্প্রতি বলাগর এর একটি আলুর ক্ষেত থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় একাধিক চোট রয়েছে। এ থেকে মোটামুটি স্পষ্ট, মাসুদ কে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি তুলেছেন, এই ঘটনার পিছনে সরাসরি বিজেপির হাত রয়েছে। কর্মীরা জানিয়েছেন, মাসুদ তার নিজের ওয়ার্ডে অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। এই ওয়ার্ডে বিজেপির প্রভাব তেমন একটা পড়ছিলো না এবং তার কারণ ছিলেন মাসুদ। এই কারণেই বিজেপি নেতৃত্ব তাকে খুন করেছে।

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় বলেছেন, "যে এলাকায় মাসুদের মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে বিজেপির কিছুটা প্রভাব রয়েছে। কিন্তু মাসুদের এলাকায় কিন্তু বিজেপির একেবারেই প্রভাব নেই। তাই বিজেপি কর্মীদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন মাসুদ শেখ। বিজেপি কর্মীরা এই জন্য তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন।" বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। তারা অভিযোগ করেছে, মাসুদের মৃত্যু হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে।