বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো শেষের বিষাদ এখন অতীত। দেশব্যাপী মানুষ এখন মেতে উঠতে চলেছেন শ্যামা মায়ের আরাধনায়। নভেম্বর মাসের ১২ তারিখ কালী পুজো। সেজে উঠছে শহর। যদিও কালী পুজোর জন্য বারাসাত বেশ বিখ্যাত। বরাবরের মত এবারেও থিমের দিক দিয়ে বেশ অনেকগুলি চমক রাখছে বারাসাত। দেশ বিদেশের নানা স্থাপত্য ঘুরে দেখতে পারবেন থিমের মাধ্যমে। কী কী রয়েছে এবারে কালী পুজোর থিম হিসেবে? আসুন, জেনে নেওয়া যাক।
নবপল্লী অ্যাসোসিয়েশন - বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে এবার দর্শনার্থীরা দর্শন করতে পারবেন বদ্রিনাথের মন্দির। অনেকেরই ইচ্ছা থাকলেও নানা শারীরিক বা অন্যান্য অক্ষমতার ফলে যাওয়া হয়ে ওঠে না বদ্রিনাথের মত তীর্থক্ষেত্রে। তাই তাঁদের কাছে এক দারুন সুযোগ নিয়ে এল নবপল্লী।
পাওনিয়ার পার্ক - হ্যারি পটার ভালো লাগে না, এমন মানুষ হয়ত খুঁজলেও পাওয়া যাবে না। হ্যারি পটারের সঙ্গে তাঁর জাদুনগরীতে হারিয়ে যেতে মরিয়া সকল বয়সের মানুষ। সেই আমেজ পাবেন এবার বারাসাতের পাওনিয়ার পার্কে। হ্যারি পটারের মায়ানগরী এবার থিম হিসেবে প্রতিষ্ঠিত করবেন পাওনিয়ার পার্কের উদ্যোক্তারা।
বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব- পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, বুর্জ খলিফা দর্শন করতে চান? সেটিও সম্ভব হবে আসন্ন কালী পুজোয়। না না, এর জন্য মোটেই আপনাকে দুবাই যেতে হবে না। বারাসাতের বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে গেলেই আপনি দেখতে পাবেন বুর্জ খলিফার আদলে থিম।
কালিকাপুর আগুয়ান সংঘ- এই মুহূর্তে দেশব্যাপী জনপ্রিয়তার অন্যতম শিখরে রয়েছে আদিযোগী স্থাপত্য। তামিলনাড়ুর নবনির্মিত এই স্থাপত্যটি পুজোর থিম হিসেবেও বেশ জনপ্রিয়। দুর্গা পুজোর পর কালী পুজোতেও কালিকাপুর আগুয়ান সংঘে দেখা মিলবে আদিযোগী থিমের।
সন্ধানী ক্লাব - বারাসাত সন্ধানী ক্লাবও নেই পিছিয়ে। ইন্দোনেশিয়ার বালি হয়ে উঠছে শ্যামা পুজোর থিম। যাঁরা ভ্রমণ-প্রেমী, অথচ এখনও যাওয়া হয়ে ওঠেনি বালি, তাঁরা এই একটুকরো বিদেশের আমেজ কালী পুজোতেই গ্রহন করতে পারবেন।
বিদ্রোহী ক্লাব - শুধু ইন্দোনেশিয়া বা দুবাইয়ের শিল্প কর্মই নয়, বিশ্বের অন্যতম আশ্চর্যকে থিম হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে বিদ্রোহী ক্লাব। স্ট্যাচু অফ লিবার্টি হল এই ক্লাবের থিম।