ফের অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra hospitalized)। গতকাল, শুক্রবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। রাতে পরিস্থিতি জটিল হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল বিধায়ককে। সূত্রের খবর, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
সংবাদ প্রতিদিন সূত্রের খবর, আপাতত তাঁকে কেবিনে রাখা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদন মিত্রকে দেখছেন।
উল্লেখ্য, দিন কয়েক আগেই কিডনির সমস্যা ও নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র।