"ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশও", দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/03/2021   শেষ আপডেট: 19/03/2021 6:29 p.m.
facebook.com/ECI

আজ দিল্লি নির্বাচন কমিশনের অফিসে যান সৌগত রায় ও যশবন্ত সিনহা

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে। তবে এরইমধ্যে গতকাল নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ প্রবেশ করতে পারবে না। পুরো ভোটগ্রহণ কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, "ভোটগ্রহণকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করতে দিতে হবে রাজ্য পুলিশকে। কারণ রাজ্য পুলিশ প্রায় গোটা বছর রাজ্যের আইন শৃংখলা বজায় রাখার কাজ করে। কিন্তু ভোটের সময় এমন ব্যবহার মানসিক দিক থেকে বিধ্বস্ত করে দিতে পারে রাজ্য পুলিশকে।"

আজ অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে যায় তৃণমূল নেতা সৌগত রায় ও যশবন্ত সিনহা। তারা দাবি জানিয়েছে, "পোলিং বুথে ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশকে ঢুকতে না দেওয়ার কথা শুনেছি। কিন্তু এতে রাজ্য পুলিশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আসুক। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশের সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করা উচিত।" এছাড়াও আজকে নন্দীগ্রাম প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চোট প্রসঙ্গে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে নির্বাচন কমিশন।