তৃণমূল বহিস্কৃত মোশারফ ফিরলেন "পুরনো দলে", অধীরের হাত ধরে আজ কংগ্রেসে যোগদান করলেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/02/2021   শেষ আপডেট: 19/02/2021 10:49 p.m.
মোসরাফ হোসেন facebook@adhir ranjan chowdhury

বহরমপুরের জনসভা থেকে মোশারফ হোসেন কংগ্রেস শিবিরে নাম লেখায়

একুশে নির্বাচনের আগে দলবদল এখন একটা ট্রেন্ড। তবে ট্রেন্ড অনুযায়ী তৃণমূল নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। তবে এবার অন্য চিত্র দেখা গেল। তৃণমূল বহিস্কৃত হন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনকে কংগ্রেসে যোগদান করতে দেখা গেছে। আসলে গত ১৭ ফেব্রুয়ারি মোশারফকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। কারণ অভিযোগ উঠেছিল মোশারফ দলীয় কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতেন না এবং বেশ কিছু সময় তার মুখে দল ছাড়ার কথা শোনা গিয়েছিল।

আজ অর্থাৎ শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে বহরমপুরের একটি জনসভায় কংগ্রেসে যোগ দেন তৃণমূল বহিস্কৃত মোশারফ। তিনি এর আগেও জানিয়েছিলেন, "তৃণমূল ছেড়ে দিলে আমি কোন ধর্মনিরপেক্ষ দলে যোগ দেব।" আসলে শুভেন্দু ঘনিষ্ঠ মোশারফ শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই দলের সাথে দূরত্ব বাড়তে শুরু করে। তারপর ১৭ ফেব্রুয়ারি ঘাসফুল শিবির থেকে তাকে বহিষ্কার করা হয়। তাকে বহিষ্কার করার কারণ হিসাবে মুর্শিদাবাদের জেলা সভাপতি আবু তাহের বলেছিলেন, "এদিন জেলা পরিষদের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে গরহাজির ছিলেন মোশারফ। তাই বাকি সদস্যদের অনুমতি নিয়ে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"