মমতার নামে অশ্লীল কথা বলায় বিজেপির পরিবর্তন যাত্রায় হামলা তৃণমূলের, উত্তপ্ত গোটা উত্তরপাড়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/03/2021   শেষ আপডেট: 02/03/2021 7:29 p.m.
তৃণমূল-বিজেপি

দুই দলের হাতাহাতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী নামে উত্তরপাড়া অঞ্চলে

একুশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে খবরের শিরোনামে আসছে রাজনৈতিক অশান্তির খবর। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ও বিজেপি কর্মীর মধ্যে বচসা হাতাহাতিতে রূপান্তরিত হচ্ছে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরপাড়ায়। অভিযোগ উঠেছে, পরিবর্তন যাত্রায় বিজেপি কর্মীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল স্লোগান দিচ্ছিল। আর তা না সহ্য করতে পেরে ঘাসফুল শিবিরের কর্মীরা প্রথমে প্রতিবাদ করে এবং পরে তা রণক্ষেত্রের চেহারা নেয়। দুই দলের কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি লেগে যায়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল পক্ষে অভিযোগ জানানো হয়েছে যে আজ সকাল থেকেই উত্তরপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে রাস্তায় মাইক বাধা হয়েছিল। সেখানে বিজেপি কর্মীরা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে অশ্লীল কথা বলছিল এবং তৃণমূল কর্মীদের দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করছিল। তাই তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজেপিদের মাইক খুলে নেওয়ার আবেদন জানায়। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তারা পাল্টা দাবি করেছে যে পরিবর্তন যাত্রা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের সমালোচনা করা হচ্ছিল। আর তা না সহ্য করতে পেরে তৃণমূল দুষ্কৃতীর তাদের কর্মীদের ওপর চড়াও হয়।