মর্মান্তিক ঘটনা! আসামি পাকড়াও করতে গিয়ে একসঙ্গে তিন সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/03/2021   শেষ আপডেট: 26/03/2021 7:06 p.m.

প্রথম দফার নির্বাচনের আগেই আসামি পাকড়াও করতে গিয়ে দুর্ঘটনার কবলে তিন সিভিক ভলেন্টিয়ার

অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রথম দফা থেকেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। প্রতিটি জেলায় পুলিশি তৎপরতা বেড়ে গিয়েছে। প্রত্যেক জায়গায় কড়া নজরদারি চলছে এবং চলছে নাকা চেকিং। তবে তার মধ্যেই এবারে ঘটল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। আসামি ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। আর তাতে অকালে প্রাণ হারালেন তিন জন সিভিক ভলেন্টিয়ার। রাতের অন্ধকারে অন্য কিছু ঘটে থাকতে পারে বলে অনেকের মতামত। তবে অনেকে আবার মনে করছেন গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, এই কারণে তারা তিনজন মারা গিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার মাঝরাতে জালালপুর এলাকার কয়েকজন আসামীকে ধরতে গিয়েছিলে কি সিভিক ভলেন্টিয়ার এর গ্রুপ। একটি গোপন সূত্রে খবর পাওয়ার পর তারা ওই অপারেশন শুরু করতে যায়।

একটি গাড়িতে ছিল ৬-৭ জন সিভিক ভলেন্টিয়ার। জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই গাড়িটি কোন ভাবে উল্টে যায়। এবং তারপরে ৩ জন সিভিক ভলেন্টিয়ার অকালে প্রাণ হারিয়েছেন। আসামিদের ধরা সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তি করানো হলে সেই সময় তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। চিকিৎসকরা বলেছিলেন তার অবস্থা অত্যন্ত খারাপ। যেকোনো সময়ে যা কিছু হতে পারে। সেই কথাই সত্যি প্রমাণ করে শুক্রবার সকালে ৩জন সিভিক ভলেন্টিয়ার মারা গেলেন। তাদের নাম ছিল প্রদীপ মণ্ডল, রাজা শেখ এবং ওয়াহিদুর শেখ।