নন্দীগ্রামে শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, রণক্ষেত্র নন্দীগ্রামের সোনাচূড়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/03/2021   শেষ আপডেট: 18/03/2021 5:10 p.m.
twitter @SuvenduWB

নন্দীগ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছেন বেশ কয়েকজন

একুশে বাংলা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততোই রাজ্যের বিভিন্ন প্রান্তে খবরের শিরোনামে আসছে রাজনৈতিক অস্থিরতার ঘটনা। তবে এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে গোটা বঙ্গ রাজনীতি। গতকাল গ্রামবাসীরা বিজেপি প্রার্থীর গাড়ি দেখে ঝাঁটা দিয়ে তাড়া করেছিল ও স্লোগান তুলেছিল, "চোর, চোর, শিশিরবাবুর ছেলেটা চোর।" সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার নন্দীগ্রামের সোনাচূড়াতে আজ ফের বিক্ষোভের মুখে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। বিক্ষোভের জেরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায় ও ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

আসলে প্রথমে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তাকে কালোপতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের হটাতে যে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন উত্তেজিত জনতা হাতাহাতিতে অবতীর্ণ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেছেন, "দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। পুলিশকে সব জানাবো আমি। তৃণমূল জঙ্গলরাজ শুরু করেছেন। আজকের আজকের সংঘর্ষে আমাদের যুবনেতার মাথায় চোট লেগেছে। এরকম অরাজকতা সহ্য করা হবে না।"