বিজেপির হয়ে ভোট লড়তে পারেন মিঠুন চক্রবর্তী, কৈলাস বিজয়বর্গীয় উস্কে দিলেন জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2021   শেষ আপডেট: 12/03/2021 9:41 p.m.
মিঠুন চক্রবর্তী ~ Wikibio

কৈলাস বলেছেন, বিজেপি ভোটে লড়ার জন্য মিঠুনের সাথে কথা বলবে

বিজেপিতে যোগদানের পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল। মিঠুন চক্রবর্তী হয়তো বিজেপি টিকিটে এবারে কোন একটি আসন থেকে লড়াই করতে পারেন বিধানসভা নির্বাচনে। আর এবারে সেই সম্ভাবনা উস্কে দিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। শিলিগুড়িতে সিপিএম নেতা শঙ্কর ঘোষের বিজেপিতে যোগদানের কর্মসূচিতে মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে তিনি বলেন, মিঠুন যদি ভোটে না লড়তে চান তাহলেও তার সাথে কথা বলা হবে। কৈলাস বিজয়বর্গীয় বললেন, "মিঠুন বলেছেন, নির্বাচনে লড়বেন না। তবুও আমরা ভোটে থাকে প্রার্থী করার চেষ্টা করবো। যদি বিজেপির প্রার্থী হয়ে মিঠুন চক্রবর্তী দাঁড়ান, তাহলে বিধানসভা ভোটের নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করবে ভারতীয় জনতা পার্টি।"

প্রসঙ্গত উল্লেখ্য, ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একেবারে বাঙালি সাজে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে তার চিরাচরিত ফাটাকেষ্টো স্টাইলে বেশ কিছু ডায়লগ দিয়েছিলেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী সবার পরে মিনিট ১৫ কথা বলেছিলেন বলেও জানা যায়। মনে করা হচ্ছে সেখানেই প্রার্থী হবার ব্যাপারে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এছাড়াও মিঠুন চক্রবর্তী নিজে বলেছিলেন তিনি বিজেপির হয়ে প্রচার করবেন। শুক্রবার থেকে মিঠুন চক্রবর্তীর শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামার কথা ছিল। কিন্তু তা হয়নি। আগামী রবিবার কেশপুরের জনসভা থেকে প্রচার শুরু করতে চলেছেন মহাগুরু।