"আমি প্রার্থী হব না, নতুবা আমি স্বার্থপর হয়ে যাব।" স্বীকারোক্তি মিঠুন চক্রবর্তীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/03/2021   শেষ আপডেট: 26/03/2021 7:30 a.m.
youtube.com

মহাযুদ্ধে ইতিমধ্যেই বিজেপির হয়ে নেমে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ভোটের লড়াইয়ে যে তিনি প্রার্থী হবেন না সেটা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন, এবারে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন তিনি ভোটে লড়াই করছেন না। বরং তার কথায়, তিনি যদি প্রার্থী হন তাহলে তিনি 'স্বার্থপর' হয়ে যাবেন। বিজেপির হয়ে প্রথম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে আসবেন এটা তিনি আগেই বলেছিলেন। আর এবারে সেই কথা রাখতে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে বাঁকুড়া পৌঁছে গেলেন 'ফাটাকেষ্ট' মিঠুন চক্রবর্তী। তাকে দেখতে হাজারো মানুষের ঢল লেগে ছিল শালতোড়ায়। সেখানে তিনি আবেগাপ্লুত হয়ে জানিয়ে দিলেন, বাংলার মানুষের সঙ্গে তার 'হিরো' বা 'ফ্যানের' সম্পর্ক না। বরং তার সঙ্গে বাংলার মানুষের 'আত্মা' এবং 'হৃদয়' -এর সম্পর্ক রয়েছে। বাংলার সব গরীব মানুষের জন্য তিনি লড়াই করতে এসেছেন বলে ঘোষণা করেন।

এছাড়াও সকলের আশীর্বাদ কামনা করে মিঠুন বললেন, "আমি যদি বাইরের লোক হই, তাহলে তো মাদার টেরিজা, ভগিনী নিবেদিতা সকলেই বাইরের লোক। বাঙালি ওদের মাথায় তুলে নাচে। আসলে বাইরের লোক যারা, তারা বাংলায় থেকে বাংলার গরিব মানুষকে ভুলে গিয়েছেন। আমি কখনোই বাইরের লোক নই। আমি নীতির লড়াই করি এবং সেটাই করব।" তার পরেই তিনি ঘোষণা করলেন, তিনি কোনোভাবেই বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন না। বরং তিনি বলেন, "আমি যদি ভোটে প্রার্থী হই তাহলে আমি স্বার্থপর হয়ে যাব।"