ঘাটালের জনসভা থেকে অমিত শাহকে 'রাক্ষস' বলে কটাক্ষ মমতার, এছাড়াও দিলেন মোদির অফিসের সামনে ধর্নার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/03/2021   শেষ আপডেট: 26/03/2021 7:54 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় twitter @BanglarGorboMB

অমিত শাহকে কটাক্ষ, "মমতাকে খেয়ে নিলে মমতা পেট ফুঁড়ে বেরিয়ে আসবে"

নির্বাচনী জনসভায় বারবার অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একটি জনসভাতে তিনি অমিত শাহকে 'হোদল কুতকুত' বলে আক্রমণ করেছিলেন। এবারে আবারো অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি 'রাক্ষস' বলে আক্রমণ করলেন। অমিত শাহের নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "দিল্লির এক হোদল কুৎকুৎ মন্ত্রী আছে। বলছে, বাংলাকে দেখে নেবে। কী দেখবে রাক্ষস না কি যে বাংলাকে গিলে খাবে? মমতাকে গিলে খাবে? আমাকে গিলে খেলে আমি পেট ফুঁড়ে বেরিয়ে আসবো।"

এছাড়াও, এদিনকার সভা থেকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য শুধুমাত্র দায়ী কেন্দ্রীয় সরকার। এছাড়াও তিনি হুমকি দিলেন, যদি এবারেও তারা কিছু না করেন তাহলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসের সামনে ধর্ণা নিতে রাজি আছেন। দ্বিতীয় দফায় নির্বাচন আগামী বৃহস্পতিবার। তার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং অমিত শাহ এর বিরুদ্ধে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।