নামি সংস্থার নাম নিয়ে দীর্ঘদিন ধরে খারাপ নারকেল তেলের ব্যবসা চলছিল হাওড়ায়, চাঞ্চল্য ছড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2021   শেষ আপডেট: 22/02/2021 5:41 a.m.
নারকেল তেল @pixabay

গোপন সূত্রের খবর পাওয়ার পর হাওড়া সিটি পুলিশ এর এনফোর্সমেন্ট শাখা ওই ভুয়ো সংস্থার অফিসে গিয়ে হানা দেয়

দামি একটি নারকেল তেলের ব্র্যান্ড এর নাম নকল করে দীর্ঘদিন ধরে নারকেল তেল উৎপাদন করার কারবার চালাচ্ছিল হাওড়ার একটি সংস্থা। আর শনিবার গোপন সূত্রের খবর পাওয়ার পর হাওড়া সিটি পুলিশ এর এনফোর্সমেন্ট শাখা ওই ভুয়ো সংস্থার অফিসে গিয়ে হানা দেয়। হাওড়া সিটি পুলিশ অভিযোগ করেছে, "তারা যখন জিনিস তৈরি করেন তখন গুনমানের ওপর কোন নজর দেন না। দুটি জনপ্রিয় ব্র্যান্ড এর নাম ধার করে তারা দীর্ঘদিন ধরে নিম্নমানের নারকেল তেল তৈরি করে আসছেন।"

ওই দুটি নারকেল তেলের ব্র্যান্ডের নাম করে দীর্ঘদিন ধরে বাজারে ওই তেল বিক্রি করা হতো। রীতিমতো সেই তেলের বোতলের ওই দুটি কোম্পানির ছাপ থাকতো। সিটি পুলিশের কর্তা জানিয়েছেন, এই কারখানাটি অবস্থিত ছিল হাওড়া থানা এলাকার মহেন্দ্রলাল লেনে। সেখানে হঠাৎ করে অভিযান চালিয়ে বেশ কয়েকশ ভুয়ো ছাপ বিশিষ্ট বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে, যেই কারখানা বাজেয়াপ্ত করা হয়েছে তার মালিক কিন্তু এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে বর্তমানে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে।