স্ট্রান্ড রোডের স্মৃতি ফিরলো আবার, শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/03/2021   শেষ আপডেট: 23/03/2021 6:20 a.m.
~pexels

দমকল বাহিনীর ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন

শহরে ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। এবারে ঘটনাটি ঘটেছে নারকেল ডাঙায় একটি গেঞ্জির কারখানায়। এক গেঞ্জি কারখানাটি অবস্থিত ছিল ১০৭ নম্বর নারকেলডাঙ্গা নর্থ রোড এলাকায়। সেখানে বিকেল ৫ টা ১০ মিনিট নাগাদ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে যায়। এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই এলাকায় আসে দমকলের ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকলের ৬টি ইঞ্জিনের তৎপরতায় ১ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই গেঞ্জি কারখানায় আগুন লাগার মূল কারণ এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ঘিঞ্জি জায়গা হওয়ার কারণে এই ঘটনা। পাশাপশি, ওই বাড়িতে অগ্নিনির্বপক ব্যবস্থা কিরকম আছে সেই ব্যাপারে খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।

এই ঘটনা আবার নতুন করে স্ট্র্যান্ড রোডের অগ্নিকান্ডের ঘটনায় স্মৃতি রোমন্থন করলো। কিছুদিন আগেই স্ট্র্যাণ্ড রোডে পূর্ব রেলের দফতরে লেগেছিল ভয়াবহ আগুন। সে অগ্নিকান্ডের ফলে ৪জন দমকলের কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এছাড়াও এস আই সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছিল সেদিন। দমকল কর্মীরা লিফটে করে সেদিন উপরে উঠে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু ফায়ার লিফট না থাকার কারণে এই আগুনে তারা পুরোপুরি ঝলসে গিয়েছিলেন। সেই ঘটনার পরে প্রশ্ন উঠেছিল পূর্ব রেলের নিরাপত্তার উপরে।