মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, কাশিপুরের সাধারণ পর্যবেক্ষককে সরালো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 5:12 a.m.
facebook.com/ECI

কাশীপুরে পর্যবেক্ষক নারায়ন প্রসাদ পান্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল মহিলা সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার।

আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আগামী শনিবার অর্থাৎ ২৭ মার্চ থেকে শুরু হয়ে যাবে ভোটগ্রহণের পালা। তবে তার আগেই মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে সাধারণ পর্যবেক্ষক নারায়ন প্রসাদ পান্ডে কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পুরুলিয়ার কাশিপুরের সাধারণ পর্যবেক্ষক ছিলেন নারায়ন প্রসাদ পান্ডে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে মহিলা সহকর্মীর সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছিলেন। তার পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে নারায়ন প্রসাদ পান্ডে কে সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল, এবারের নির্বাচনে কোনো রকম অভিযোগ বরদাস্ত করা হবে না।

অন্যদিকে অসম ও পশ্চিমবঙ্গের আধিকারিকদের সঙ্গে আগামীকাল বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হতে চলেছে।সেখানে রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করা হবে বলে খবর। তবে, এদিন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে আবারও সরগরম রাজ্য রাজনীতি। দিনহাটায় একজন বিজেপি কর্মীর মৃতদেহ পাওয়া যাওয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে জল্পনা তুঙ্গে। অন্যদিকে ঘটনাটির তদন্ত করতে গেছেন স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে।