বিধ্বংসী অগ্নিকাণ্ড আইআইটি খড়গপুরে, আগুন নেভাতে হিমশিম দমকল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 10:12 p.m.
~pexels

যদিও এই আগুন কিভাবে লাগলো সেই নিয়ে ধন্দে আইআইটি কর্তৃপক্ষ থেকে কর্মীরা সকলেই

এবারে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল খড়গপুর আইআইটিতে। সন্ধ্যেবেলা ক্যাম্পাসের ভিতরে থেকে হেলিপ্যাডে আগুন লাগে। খুব দ্রুত সেই আগুন সেখান থেকে আশে পাশে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এক কিলোমিটার জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই আগুন। এই আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। হোস্টেলের কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে ছিল এই আগুন থেকে। তারা দ্রুত খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দমকল এসে পৌঁছায়।যুদ্ধকালীন তৎপরতায় দমকলের দুটি ইঞ্জিন এসে আইআইটি ক্যাম্পাসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইআইটি খড়গপুর সূত্রের খবর, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির মধ্যে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে। সন্ধ্যেবেলা সেই হেলিপ্যাডে আগুন লেগে যায়।

দমকলকর্মীরা জানাচ্ছেন, খুব দ্রুত এই আগুনের ফুলকি এদিক-ওদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের রূপ নিয়েছিল ওই আগুন। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এই আগুনের জেরে হোস্টেল বা মূল ক্যাম্পাসে তেমন ক্ষতি হবে না বলে জানা গিয়েছে। যদিও এত উচ্চ স্তরের নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা আইআইটি ক্যাম্পাসে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো সেই নিয়ে ধন্দে সকলে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। যদিও বিষয়টি নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাচ্ছেন না আইআইটি কর্তৃপক্ষ।