জলাশয় থেকে মিলল তৃণমূল কর্মীর মৃতদেহ, খুনের অভিযোগের তীর বিজেপির দিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 6:36 a.m.
তৃণমূল-বিজেপি

এই তৃণমূল কর্মীর মৃত্যুর পরে চাঞ্চল্য গোটা বাংলায়

প্রথম দফা নির্বাচনের দিন অশান্তি বীরভূমে। জানা গিয়েছে পারুই এর মঙ্গলডিহি গ্রামের একটি জলাশয় থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা এই তৃণমূল কর্মীকে হত্যা করেছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। বিজেপি ও তৃণমূল কর্মী কে এই জলাশয় জলে ডুবিয়ে হত্যা করেছে।" যদিও স্বাভাবিকভাবে বিজেপি বলছে তারা কিছু করেনি।

এদিন বীরভূমের মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের হাসেরা গ্রামের বাসস্ট্যান্ডের পাশে একটি জলাশয় একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। সেই মৃতদেহ দেখার পর গ্রামবাসীরা পুলিশে খবর দেন। জানা যায় ওই তৃণমূল কর্মী বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তারপর ওই মৃতদেহ দেখে তৃণমূল কর্মীর শনাক্তকরণ করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে তৃণমূল কর্মীরা। অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি খুন।