ব্রিগেড সমাবেশে থাকতে পারছেন না, তা জানিয়ে আক্ষেপ বুদ্ধের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/02/2021   শেষ আপডেট: 28/02/2021 6:59 a.m.
বুদ্ধদেব ভট্টাচার্য

এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না, বলছেন বুদ্ধ

বুদ্ধদেব ভট্টাচার্য মানেই ব্রিগেড সমাবেশে দৃপ্ত কণ্ঠে কড়া বক্তৃতা। এহেন বুদ্ধদেব আজকে ঘরবন্দী, অসুস্থ, শয্যাশায়ী। দিন কয়েক আগে হাসপাতাল থেকে ফিরেছেন। এখনো শরীর তেমন একটা সুস্থ হয়নি। তাই তিনি এবারের ব্রিগেডে হয়ত আসবেন না। তা নিয়ে এবারে বাম কর্মী সমর্থকদের মন কিছুটা হলেও ভাঙলো। একটি লেখায় তিনি তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আসতে না পারার কষ্ট প্রকাশ করেছেন। তার এখন ধুলোয় অ্যালার্জি আছে। আর সমাবেশ মানেই ধুলোর পরিমাণ অনেক বেশি। তাই ডাক্তারদের পরামর্শ মেনেই বাড়িতে বন্দী আছেন পাম এভিনিউ এর বাসিনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিন স্ট্রিট এর তাবর তাবর নেতারা তাকে মিনিট পাঁচেকের মত সময় দেন, তাহলে তাই করুন।

কিন্তু তাদের সব আশায় কার্যত জল ঢেলে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এদিন বলেন, 'ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।'