দেখে নেওয়া যাক বিজেপির প্রার্থী তালিকায় কারা কারা পেলেন জায়গা, কারাই বা পড়লেন বাদ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/03/2021   শেষ আপডেট: 07/03/2021 11:36 a.m.

প্রথম ২ দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং জানানো হয়েছে ৫৬ জনের নাম। আরেকজন আছেন শরিক দলের প্রার্থী। সর্বমোট ৫৭ জনের নাম ঘোষিত হয়েছে।

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে। তৃণমূলের প্রার্থী তালিকায় যেখানে ছিল একের পর এক টলি তারকার ঢল, সেখানে বিজেপির প্রার্থী তালিকা একেবারেই অনাড়ম্বর। প্রথম ২ দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এবং জানানো হয়েছে ৫৬ জনের নাম। আরেকজন আছেন শরিক দলের প্রার্থী। সর্বমোট ৫৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে নন্দীগ্রামে শুভেন্দু, ডেবরায় ভারতী ঘোষ এবং ময়নায় অশোক দিন্দা বাদে বাকি কেন্দ্র অনেকটাই সাদামাটা। ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল, এতে স্থান পেয়েছেন বহু টলি তারকা। কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, অনেকেই প্রার্থী হয়েছেন। সেই তুলনায় বিজেপির প্রার্থী তালিকা তেমন কিছু না। আসুন দেখা যাক কোন কেন্দ্রে কে কে হচ্ছেন বিজেপির প্রার্থী।

এগরা : অরূপ দাস

দাঁতন : শক্তিপদ নায়েক

নয়াগ্রাম : বকুল মুর্মু

গোপীবল্লভপুর : সঞ্জিত মাহাতো

ঝাড়গ্রাম : সুখময় শতপথী

কেশিয়াড়ি : সোনালি মুর্মু

বলরামপুর : বনেশ্বর মাহাতো

বাঘমুণ্ডি : শরিক দল

জয়পুর : নরহরি মাহাতো

পুরুলিয়া : সুদীপ মুখোপাধ্যায়

মানবাজার : গৌরী সিং সর্দার

পারা : নাদিয়া চাঁদ বাউরি

খড়্গপুর : তপন ভুঁইঞা

গড়বেতা : মদন রুইদাস

শালবনি : রাজীব কুণ্ডু

মেদিনীপুর : শমিত দাস

বিনপুর : পালন সরীন

বান্দোয়ান : পার্সি মুর্মু

পটাশপুর : অম্বুজাক্ষা মোহান্তি

কাঁথি উত্তর : সুনীতা সিনহা

ভগবানপুর : রবীন্দ্রনাথ মাইতি

খেঁজুরি : শান্তনু প্রামাণিক

কাঁথি দক্ষিণ : অরূপ কুমার দাস

রামনগর : স্বদেশ রঞ্জন নায়েক

পাথরপ্রতিমা : অসিত হালদার

কাকদ্বীপ : দীপঙ্কর জানা

সাগর : বিকাশ কামিলা

তমলুক : হরেকৃষ্ণ বেরা

পাঁশকুড়া পূর্ব : দেবব্রত পট্টনায়েক

পাঁশকুড়া পশ্চিম : শিন্তু সেনাপতি

নন্দকুমার : নীলাঞ্জন অধিকারী

মহিষাদল : বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়

হলদিয়া : তাপসী মণ্ডল

চণ্ডীপুর : পুলককান্তি গুরিয়া

নারায়ণগড় : রামপ্রসাদ গিরি

নন্দীগ্রাম : শুভেন্দু অধিকারী

ময়না : অশোক দিন্দা

সবং : অমূল্য মাইতি

ডেবরা : ভারতী ঘোষ

দাসপুর : প্রশান্ত বেরা

চন্দ্রকোনা : শিবরাম দাস

পিংলা : অন্তরা ভট্টাচার্য

ঘাটাল : শীতল কাপত

রঘুনাথপুর : বিবেকানন্দ বাউরি

শালতোড়া : চন্দনা বাউরি

ছাতনা : সায়ন্তনারায়ণ মুখোপাধ্যায়

রানিবাঁধ : ক্ষুদিরাম টুডু

রায়পুর : সুধাংশু হাঁসদা

গোসাবা : চিত্ত (বরুণ) প্রামাণিক

কেশপুর : প্রীতিশরঞ্জন কোনার

তালড্যাংরা : শ্যামলকুমার সরকার

বাঁকুড়া : নীলাদ্রিশেখর দানা

ওন্দা : অমর সাখা

বিষ্ণুপুর : তন্ময় ঘোষ

কোতলপুর : হরকালী পতিদার

ইন্দাস : নির্মল ধাড়া

সোনামুখী : দিবাকর ঘরামি