প্রার্থী তালিকায় পেলেন না ঠাঁই, ক্ষোভে অপমানে দল ছাড়লেন এই বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/03/2021   শেষ আপডেট: 16/03/2021 9:32 p.m.
ভাস্কর ভট্টাচার্য ~ facebook

হুগলির বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ছিলেন ভাস্কর ভট্টাচার্য

ভারতীয় জনতা পার্টির তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থীর তালিকা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। এরপর শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচির মধ্যে সবথেকে বেশি হচ্ছে হুগলিতে। ইতিমধ্যেই সুবীর নাগ, রাজকমল পাঠক এর মতো নেতারা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এবারে সেই তালিকায় নতুন সংযোজন হলেন ভাস্কর ভট্টাচার্য্য। হুগলি জেলার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি। ভাস্কর ভট্টাচার্যের ঘনিষ্ঠরা জানিয়েছেন, হুগলি জেলার চাঁপদানি কিংবা শ্রীরামপুর আসনে প্রার্থী হতে চেয়েছিলেন ভাস্কর বাবু। কিন্তু শ্রীরামপুরে বিজেপি প্রার্থী করা হলো কবিরশংকর বসুকে। কোন দিকে চাঁপদানিতে প্রার্থী হলেন দিলীপ সিংহ। এই কারণেই তার অসন্তোষ। দীর্ঘ ২১ বছর ধরে দলের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তার যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি বলে তিনি অপমানে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দিলীপ ঘোষকে লেখা চিঠিতে তিনি ইস্তফার কথা জানিয়ে দিয়েছেন। লিখলেন, "২১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এবার আমার শেষ সুযোগ ছিল শ্রীরামপুর বা চাঁপদানি থেকে লড়ার। যাঁদের টিকিট দেওয়া হল যোগ্যতার নিরিখে তাঁদের থেকে কোনও অংশে আমি কম ছিলাম না। অথচ আমার দল আমাকে অযোগ্য বিবেচনা করে আমার দীর্ঘদিনের বিশ্বাসকে টলিয়ে দিল। এরপর দলের কাছে আর কিছু আশা করা নিরর্থক। আমি আমার সমস্ত দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করলাম। এই পত্র আমার ইস্তফা হিসেবে গ্রহণ করে বাধিত করবেন"