"৩১ দফায় ভোট হলেও ৩১ আসনে জামানত জব্দ হবে বিজেপির", ঘাটাল থেকে হুংকার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 7:13 p.m.
অভিষেক ব্যানার্জি twitter@aitc official

ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় অব্দি আজ পথসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল নির্বাচন কমিশন বাংলা বিধানসভা নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা করার পর থেকে নয়া উদ্যোমে ভোট প্রচারের কাজে লেগে পরেছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। আজ অর্থাৎ শনিবার ডায়মন্ড হারবারের বিধায়ক তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, "শুভেন্দু অধিকারী বা বিজেপি যতই চেষ্টা করুক তারা মেদিনীপুরে বিশেষ কিছু করতে পারবে না। তাদের জামানত জব্দ হবে।" এছাড়াও তিনি জানিয়েছেন যে দুই ভাগে ভাগ করে দুই দফায় ভোট হলেও শুভেন্দু অধিকারী তাতে বিশেষ কিছু লাভ হবে না। দুই মেদিনীপুরে বিজয়ের পতাকা উড়বে তৃণমূলের। ৩১ দফায় ভোট হলেও জামানত জব্দ হবে বিজেপির।

এছাড়াও আজ ঘাটাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহিরাগত তত্ত্ব নিয়ে ফের বিজেপি কে কটাক্ষ করেছে। তিনি বলেছেন, "বহিরাগতদের নিয়ে বাংলায় ভোট হবে না। আপনারা বহিরাগতদের চান নাকি বাংলার মেয়েকে?" প্রসঙ্গত উল্লেখ্য আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত মোট সাড়ে ৪ কিলোমিটার রাস্তায় রোড শো করেন। তিনি কার্যত আজ জনপ্লাবনে ভাসেন ঘাটালে। দীর্ঘ মিছিলের শেষে তৃণমূল নেতার মুখে তৃপ্তির সুরে শোনা গেছে, "দলের হয়ে অনেক জনসমাগমে বা পদযাত্রায় অংশগ্রহণ করেছি। কিন্তু আজকের পদযাত্রা আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ।"