"বিজেপির ইশতেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়", রোড শো থেকে বিদ্রুপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/03/2021   শেষ আপডেট: 22/03/2021 6:50 p.m.
অভিষেক ব্যানার্জি facebook.com/AbhishekBanerjeeOfficial

অভিষেক ব্যানার্জি পূর্ব মেদিনীপুরের তমলুক রাজবাড়ী থেকে হসপিটাল মোড় অব্দি রোড শো করেছেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল জেলায় জেলায় গিয়ে প্রচার শুরু করে দিয়েছে। এরইমধ্যে গতকাল রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিলেন। এবার সেই ইশতেহারের সমালোচনা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি জনসভায় উপস্থিত ছিলেন এবং তারপর তিনি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক রাজবাড়ী থেকে হসপিটাল মোড় অব্দি রোড শো করেন। জনসভায় দাঁড়িয়ে তিনি বিজেপির ইশতেহারকে বিদ্রুপ করে বলেছেন, "বিজেপির ইশতেহার অডিও ক্যাসেটের মত। শুধু শোনা যায়। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ কখনোই হয় না। আর তৃণমূলের ইস্তেহার হল হাই কোয়ালিটি ডিভিডি। দেখাও যায়, শোনাও যায়।"

অভিষেক ব্যানার্জি এদিন ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, "মোদী এর আগে বলেছিলেন দেশের প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবে। বছরে ২ কোটি বেকারের চাকরি দেবে। কিন্তু কোথায় সেই টাকা? কোথায় চাকরি? অন্যদিকে দিদি বলেছিলেন যে কন্যাশ্রী দেবো, যুবশ্রী দেবো, গতিধারা দেব। সব পেয়েছে বাংলার মানুষ। তৃণমূল যা বলে তা করে দেখায়।" এছাড়াও তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গ তুলে বলেছেন, "জেনে রাখুন যদি আপনার বাড়ির ছাদটা পাকা হয় বা আপনার কাছে স্মার্টফোন বা মোটরবাইক থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু কালিম্পং থেকে কাকদ্বীপ অব্দি সবাই দিদির স্বাস্থ্যসাথী কার্ড পাবে।"