নদিয়ায় বিজেপি কর্মীর জোড়ালাশ উদ্ধার কলাবাগান থেকে, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 2:58 p.m.

ঘটনার জেরে আগামীকাল শান্তিপুরে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি

একুশে বাংলা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন খবরের শিরোনামে আসছে রাজনৈতিক হিংসার ঘটনা। এবার নদীয়া জেলার শান্তিপুরে দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার নিয়ে অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নৃসিংহপুরের মেথিডাঙ্গায় দুই যুবকের দেহ কলাবাগান থেকে উদ্ধার হয়। জানা গিয়েছে, দুই বন্ধু অন্তপ্রাণ বিজেপির কর্মী ছিল। তাদের নাম হলো দীপঙ্কর বিশ্বাস এবং প্রতাপ বর্মন। তারা পেশায় দিনমজুর ছিল। গতকাল অর্থাৎ বুধবার রাতে তারা বাইক চেপে বেরোলেও আর তারা বাড়ি ফেরেনি। তারপর আজ সকালে কলাবাগান থেকে তাদের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাদের মুখ থেঁতলে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজেপির দুই কর্মীর দেহ থানায় নিয়ে এলে শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সেখানে আসেন। তিনি বলেছেন, "ওই দুই যুবক বিজেপির সক্রিয় কর্মী ছিল। তাই তৃণমূল দুষ্কৃতীরা তাদেরকে খুন করেছে।" ঘটনার জেরে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। তারা থানার সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এছাড়াও আগামীকাল শান্তিপুরে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।