হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলে বিতর্কের মুখে অজয় দেবগন, ধেয়ে এল নেটিজেনদের কটাক্ষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2022   শেষ আপডেট: 27/04/2022 10:49 p.m.
অজয় দেবগন http://twitter.com/ajaydevgn

বিষয়টি নিয়ে দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন অজয় দেবগন

বিমল এলাচের বিতর্ক কাটতে না কাটতে ফের একবার বিতর্কিত মন্তব্য করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অজয় দেবগন (Ajay Devgn)। আর এবারের ঘটনাটি শুরু হয়েছে জাতীয় ভাষাকে কেন্দ্র করে। দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের (Kichcha Sudeepa) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে অজয় বলেন, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা ছিল আছে এবং থাকবে। স্বভাবতই এর বিরোধিতা করেন সুদীপও।

কাউন্টার অ্যাটাক করে অজয় বলেন, "যদি হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নাই হবে তাহলে কেন সুদীপ নিজের মাতৃভাষা তামিলে তৈরি ছবিগুলি হিন্দিতে ডাব করায়? হিন্দি ভারতের রাষ্ট্রভাষা ছিল আছে এবং থাকবে।" এর সঙ্গে তিনি জুড়ে দেন জনগনমন। আর এরপরেই ট্যুইটারে ধেয়ে আসে কটাক্ষের বন্যা। এক নেটিজেন অজয়কে সাধারণ জ্ঞান শেখার বিষয়ে মনোনিবেশ করতে বলেছেন। আরেকজন অজয়কে নিজের বায়ো 'আমি বাস্তব জীবনের চেয়ে চলচ্চিত্রে বেশি কথা বলি' অনুযায়ী চলার পরামর্শ দিয়েছেন।

বস্তুত, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশবাসীরা নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে সক্ষম। কিন্তু দেশের অধিকাংশ মানুষ‌ই হিন্দিতে কথা বলে। দেশের সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি‌ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউড। তাই অধিকাংশ মানুষের‌ই ভ্রান্ত ধারণা জন্মেছে এই বিষয়ে। আর এবার একজন সেলিব্রেটি ফিগারকে কেন্দ্র করে এই বিষয়ের উত্থান ঘটল। নেটিজেনরা কার্যত মিম বানিয়ে ফেলেছেন অজয়ের। যদিও কিচ্চা সুদীপ অজয়কে উদ্দেশ্য করে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে তিনি "উস্কানি দিতে বা কোনও বিতর্ক শুরু করতে চাননি।"

বস্তুত, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশবাসীরা নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে সক্ষম। কিন্তু দেশের অধিকাংশ মানুষ‌ই হিন্দিতে কথা বলে। দেশের সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি‌ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউড। তাই অধিকাংশ মানুষের‌ই ভ্রান্ত ধারণা জন্মেছে এই বিষয়ে। আর এবার একজন সেলিব্রেটি ফিগারকে কেন্দ্র করে এই বিষয়ের উত্থান ঘটল। নেটিজেনরা কার্যত মিম বানিয়ে ফেলেছেন অজয়ের। যদিও কিচ্চা সুদীপ অজয়কে উদ্দেশ্য করে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে তিনি "উস্কানি দিতে বা কোনও বিতর্ক শুরু করতে চাননি।"