চিন থেকে মুখ ঘুরিয়ে ভারতের পথে Samsung-এর ডিসপ্লে-র কারখানা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/12/2020   শেষ আপডেট: 13/12/2020 2:48 a.m.
-

উত্তরপ্রদেশের নয়ডা অঞ্চলে তৈরি হচ্ছে এই হাব

হ্যাঁ, অবশেষে চিন থেকে মুখ ঘুরিয়ে ভারতে আসছে Samsung। অনেকদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে samsung তাদের ডিসপ্লে তৈরির কারখানা চিন থেকে সরিয়ে ভারতে আনতে চলেছে। উত্তরপ্রদেশের নয়ডায় কাজও শুরুর মুখে। এর আগে যে ভারতে samsung এর কোনো কারখানা নেই তেমন নয়। উত্তরপ্রদেশেই বিশাল মোবাইল তৈরির কারখানা আছে। এখন আবার ডিসপ্লে তৈরির কারখানা এসে যাওয়ায় Samsung যে ভারতকে ব্যাংক করছে এটা বলাই বাহুল্য।

হওয়ারই কথা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোনের মার্কেট ভারতেই। পাশাপাশি চিন সীমান্তে সংঘর্ষ হওয়ার ফলে “মেড ইন চায়না” বিষয়ের প্রতি একটু কঠোর হয়েছে কেন্দ্র। এই যাবতীয় কিছু মাথায় নিয়েই হয়তো এই সিদ্ধান্ত নিচ্ছে Samsung কর্তৃপক্ষ।

আর ভারতে হাব তৈরির জন্য একাধিক সুযোগ সুবিধা পাচ্ছে তারা। যে জমিতে হাব তৈরি হবে সেখানে ট্যাক্স বিষয়ে ছাড় পাবে samsung। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে এদেশে কারখানা তৈরির জন্য মোটা অঙ্কের ইন্সেন্টিভও পাবে নির্মাতা সংস্থা।