রাখীবন্ধন উৎসব উপলক্ষে নতুন ঘোষণা যোগী রাজ্যে। এর আগে এমন ঘটনা ঘটেনি। রাখীবন্ধনের সময় ৪৮ ঘন্টার জন্য সে রাজ্যের সমস্ত মহিলা নিখরচায় বাসে চড়তে পারবেন। দিতে হবে না কোন ভাড়া। এমন অভিনব ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক টুইট বার্তায় বলেছেন, "রাখিবন্ধন উপলক্ষে উত্তরপ্রদেশ রাজ্য পরিবহণ নিগম সমস্ত মহিলাদের নিখরচায় বাসে চড়ার সুযোগ দিচ্ছে। তা নিশ্চিত করতে এবং তাঁদের সুরক্ষা দিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।" আগামী ১০ অগাস্ট মধ্যরাত থেকে ১২ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই পরিষেবা মিলবে। এই দু'দিন বাসে উঠলে গুনতে হবে না কোন প্রকার ভাড়া।
রাখীবন্ধন উৎসবে গোটা দেশ মেতে ওঠে। ভাই-বোনের সুদৃঢ় বন্ধন এদিন এক নতুন মাত্রা পায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদিন সকলেই মিলিত হন। দিদিরা ছুটে যান ভাইদের কাছে কিংবা দাদারা বোনেদের কাছে। সেই উদ্দেশ্য নিয়েই উত্তরপ্রদেশ সরকার এমন অভিনব উদ্যোগ নিয়েছে বলে খবর। পরপর দু'দিন রাখীবন্ধন উৎসব উপলক্ষে সে রাজ্যে মহিলাদের দিতে হবে না বাসভাড়া।