সুব্রত রায়কে আবার জেলে পাঠানো হোক, আদালতে আবেদন সেবির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/11/2020   শেষ আপডেট: 20/11/2020 9:12 p.m.
-twitter

অবিলম্বে ৬২ হাজার ৬০০ কোটি টাকার দেনা মেটাতে হবে সহারাকে, সহারাকর্তার বিরুদ্ধে এই মর্মেই সুপ্রিম কোর্টে আবেদন জানাল সেবি

শেয়ার বাজার থেকে বেআইনি ভাবে ৩৫০ কোটি ডলার তোলায় অভিযুক্ত সুব্রত রায় জেলে গিয়েছিলেন ২০১৪–র মার্চ মাসে৷ কালো দাগ লেগেছিল ‘সাহারা গ্রুপ’–এর রমরমা ব্যবসায়৷ যদিও ২০১৬ সাল থেকে প্যারোলে জেলের বাইরে আছেন সাহারাকর্তা৷ তাঁকে আবার জেলে ফেরত পাঠানোর আবেদন জানাল সেবি৷ সুপ্রিম কোর্টের কাছে এক আর্জিতে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি জানিয়েছে, সুব্রত রায় যদি অবিলম্বে তাঁর সংস্থার ৬২ হাজার ৬০০ কোটি টাকার দেনা মেটাতে না পারেন, তাহলে প্যারোল বাতিল করে তাঁকে যেন ফের জেলে পাঠানো হয়৷

সেবির বক্তব্য, সাহারা গ্রুপ বাজার থেকে বেআইনি ভাবে যে বিপুল ডলার তুলেছিল, তার পরিপ্রেক্ষিতে ২০১২ সালে তাদের ২৫ হাজার ৭০০ কোটি টাকার দেনা মেটাতে বলা হয়েছিল, যা সুদে-আসলে এখন দাঁড়িয়েছে ৬২ হাজার ৬০০ কোটি টাকায়৷ এখনও পর্যন্ত কোম্পানির তরফে জমা পড়েছে মাত্র ১৫ হাজার কোটি টাকা৷ এই অবস্থায় হয় সুব্রত রায় দেনা শোধ করুন, নয়তো তাঁর প্যারোল বাতিল করা হোক৷

সেবির বক্তব্য নস্যাৎ করে সাহারা গ্রুপের অভিযোগ, তাদের হেনস্থা করতেই অতিরিক্ত সুদ চাপিয়ে এ টাকা দাবি করছে সেবি৷ পাওনা টাকা তারা আগেই মিটিয়ে দিয়েছে৷ শীর্ষ আদালত এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি৷ পরবর্তী শুনানির দিনক্ষণও জানা যায়নি৷