PUBG গেমের আদলে পরিবারের ৫ সদস্যকে গুলি করল পাকিস্তানের এক যুবক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/04/2021   শেষ আপডেট: 06/04/2021 6:38 p.m.

লাহোরের ওই যুবক দীর্ঘদিন ধরে পাবজি গেমে আসক্ত ছিল

পাবজি মোবাইল গেমটি বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। এই মোবাইল গেমটি সম্প্রতি ভারতে ব্যান হয়ে গেলেও অন্যান্য দেশে এই ভিডিও গেম বহুল প্রচলিত। তবে সম্প্রতি পাবজি মোবাইল গেমটি খেলতে গিয়ে অকল্পনীয় ঘটনা ঘটিয়ে ফেলেছে এক পাকিস্তানি যুবক। সে মোবাইল গেমটিতে এতটাই আসক্ত ছিল যে তার দৈনন্দিন জীবনে সে পাবজি গেমের চিত্র পুনর্গঠন করতে চেয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই যুবক বন্ধুক হাতে ঠিক পাবজি গেমের মত হেলমেট ও ভেস্ট পড়ে রাস্তায় ঘুরছে। জানা গিয়েছে, খেলার ছলে ওই যুবক তার বাড়ির মোট ৫ সদস্যকে গুলি করে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাহোরের ওই যুবক কোথাও থেকে একটা বন্দুক কিনে এনে পাবজি গেমের আদলে তার পরিবারের সদস্যদের ওপর গুলি চালিয়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে তার মা, ভাই, বোন এবং আরো দুজন। প্রতিবেশীরা বাড়ি থেকে গুলির শব্দ পেতেই সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পাশের সিসিটিভি ফুটেজ দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিল। জানা গিয়েছে ওই যুবককে পরিবার থেকে বারংবার পাবজি খেলতে মানা করলেও সে শুনেনি।